১টি-ও ম্যাচ না খেলা এই ক্রিকেটারকে বিশ্বকাপে খেলাবে BCCI! ইতিহাসে প্রথমবার ঘটবে এমন ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাতে আর মাত্র দেড় মাস। তারপরেই ভারতের মাটিতে আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) খেতাব দখলের লড়াই। কিন্তু ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। এই নিয়ে প্রশ্ন উঠছে বেশ অস্বস্তিজনক ভাবেই। ওডিআই ফরম্যাটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভরসা করার মত নয়। রোহিত শর্মাদের (Rohit Sharma) ওপর ভরসা রাখতে পারছেন না সাধারণ ক্রিকেট সমর্থকরা।

কোথায় সমস্যা:
ভারতীয় দল বছরের শুরুতে দুটি ওডিআই সিরিজ জিতেছিল। কিন্তু দুর্বল শ্রীলঙ্কা ও দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে সেই জয়গুলির ওপর বেশি গুরুত্ব দিতে নারাজ বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়া যখন ভারতের মাটিতে ওডিআই সিরিজ খেলতে আসে তখন তাদের কাছে সিরিজে এগিয়ে খেয়েও জয় হাতছাড়া করতে হয়েছিল রোহিত শর্মাদের। তাছাড়া সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ওডিআই সিরিজ জিতলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করতে পারা ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট বেগ দিয়েছিল ভারতকে।

দলের দুর্বল জায়গা:
এই মুহূর্তে ওডিআই দলে সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে দেখা হচ্ছে মিডল অর্ডারকে। বেশ কিছু তারকা চোট আঘাতের কারণে অনুপস্থিত। তাদের পরিবর্তে যাদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই ধারাবাহিক নন। কেউ কেউ ছন্দ হারিয়েছেন, কিন্তু অন্যান্য গুণের কারণে দলে রয়েছেন। বিশ্বকাপে নামার আগে যদি শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা সুস্থ হয়ে প্রত্যাবর্তন করে না তাহলেও তারা নিজেদের সেরা ছন্দে থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে পাত্তাই দেন না! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানালেন তার স্বপ্নে আসা ক্রিকেটারের নাম

সমস্যার সমাধান:
এই সমস্যার সমাধান এখন ভারতকে খুঁজে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। নিজে ভারতীয় দলের হয়ে বেশি খেলার সুযোগ পাননি। কিন্তু মনে রাখার মত বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স রয়েছে তার। তিনি মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সদ্য দুর্দান্ত পারফরম্যান্স করা তিলক ভার্মাকে যদি ওডিআই দলে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি ভালোই পারফরম্যান্স করবেন।

আরও পড়ুন: বড় সমস্যার মুখোমুখি BCCI! দুশ্চিন্তা দূর করতে ভারতীয় দলে নিজের জায়গা হারালেন কোহলি

t varma

খেলেননি একটিও ওডিআই:
কিন্তু সমস্যা হল যে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে এখনো অবধি কোন ওডিআই ম্যাচ খেলেন নি তিলক। ভারতীয় দলে তার অভিষেক ঘটে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। প্রতি ম্যাচেই তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন সেটা যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা কোন ক্রিকেটারকে বিশ্বকাপে নেওয়াটা বড্ড বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাক। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাকি ব্যাটাররা সমস্যায় ভুগলেও মুম্বাই ইন্ডিয়ান্স তারকা যেমন সপ্রতিভ ছিলেন, সেই ব্যাপারটা অগ্রাহ্য করার নয়। বিসিসিআইয়ের সামনে তাই একটাই উপায় খোলা রয়েছে। আসন্ন এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিলককে দলে নিয়ে নিজেকে ওডিআই ফরম্যাটেও প্রমাণ করার সুযোগ দেওয়া।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর