কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল বাংলা! পরীক্ষার্থীর জন্য বাড়ি থেকে এনে দিল ভুলে যাওয়া এডমিট কার্ড

বাংলাহান্ট ডেস্কঃ এর আগে গড়িয়াতে সাধারন মানুষ দেখেছিল কলকাতা (kolkata) পুলিশের মানবিক মুখ। মাধ্যমিক পরিক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। এবার আবার কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল তিলোত্তমা। উল্টোডাঙায় জয়শওয়াল বালিকা বিদ্যালয়ের বাইরে এক ছাত্রীকে সাহায্য করলেন  চৈতন্য মল্লিক নামে এক পুলিশ কর্মী।

সময় সকাল ১১.৪০। পরীক্ষা কেন্দ্রের ভিতরে না গিয়ে গেটের বাইরে বিষন্ন মুখে দাঁড়িয়ে আছে এক পরীক্ষার্থী । বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন । জিজ্ঞেস করে তিনি জানতে পারেন, বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে ওই পরিক্ষার্থী। এই ঘটনা শুনেই  পরীক্ষার কেন্দ্রের ভিতরে যান ওই পুলিস কর্মী।

833303 196005 madhyamik 1

পরীক্ষার কেন্দ্রের ভিতরে  ওই পুলিস কর্মী কথা বলেন কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে। পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুরোধ জানান। তারপর পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেন তার বাড়ির ফোন নম্বর ও ঠিকানা। তারপর চৈতন্যবাবু যোগাযোগ করেন সুমনের পরিবারের সাথে। বাইকে মাত্র ২০ মিনিটের মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে হাজির হয়ে যান পরীক্ষা কেন্দ্রে।

চৈতন্যবাবুর এই কাজ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।  তাঁকে সাধুবাদ জানিয়েছে পুলিস ডিপার্টমেন্ট ও  পরীক্ষার্থীর পরিবার।


সম্পর্কিত খবর