‘মেরুদণ্ডহীন সিবিআই’, দিল্লি থেকে ফিরে বিস্ফোরক তিলোত্তমার বাবা-মা, শাহ কে নিয়ে কি বললেন?

Published on:

Published on:

Tilottama’s Parents Slam CBI After Delhi Visit

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার পূর্ণ হচ্ছে তিলোত্তমা কাণ্ডের এক বছর। মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনার এখনও সঠিক তদন্ত বা বিচার হয়নি,এই অভিযোগ বারবার করেছেন তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents)। তাই এক বছর পূর্ণ হওয়ার আগেই দিল্লি যান তাঁরা। উদ্দেশ্য ছিল সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ এবং সম্ভব হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন। কিন্তু সেই সফরে আরও হতাশ হয়ে ফিরলেন তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents)।

সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা, ক্ষোভ আরও বেড়েছে

সূত্রের খবর, দিল্লিতে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয় তিলোত্তমার বাবা-মায়ের (Tilottama’s Parents)। কিন্তু সেই সাক্ষাৎ তাঁদের ক্ষোভ কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়। কলকাতা ফিরে তিলোত্তমার বাবা বলেন, “যাদের ওপর দেশের ১৪০ কোটি মানুষ ভরসা করে, তারা এতটাই দায়িত্বজ্ঞানহীন হতে পারে, সেটা নিজে চোখে দেখলাম। সিবিআই বলছে, তারা এই মামলা ছেড়ে দেবে। আমি বলেছি, তাহলে কোর্টে গিয়ে বলুন। আমরা তো আপনাদের কেসটা দিইনি। কোর্ট আপনাদের নিযুক্ত করেছে।”

তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents) বলেন, এই মামলায় এখনও কোনও প্রশ্নের সদুত্তর মেলেনি। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত, কী উদ্দেশ্য ছিল, এসব প্রশ্ন তুলে তাঁরা সিবিআই ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ডও দেন, যার অপর পাশে লেখা ছিল “মেরুদণ্ড বাড়ান বা পদত্যাগ করুন”। সেই প্ল্যাকার্ড ফেরত দেন ডিরেক্টর, বলেন তাঁদের ‘মেরুদণ্ড রয়েছে’। পাল্টা জবাবে তিলোত্তমার মা বলেন, “আমরা বলেছি, আপনাদের মেরুদণ্ড নেই।”

অমিত শাহের সঙ্গে দেখা হয়নি, তবে আবার দিল্লি যাবেন তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents)

তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents) জানিয়েছেন, দিল্লি যাওয়ার সময় আশা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে। কিন্তু হল না। কলকাতা ফিরে এসে তাঁরা বলেন, “সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন, কিন্তু নবান্ন অভিযান রয়েছে। তাই ফিরে এলাম। অমিত শাহ সময় দিলে আবার যাব।”

নারীশক্তি অ্যাওয়ার্ড ফিরিয়ে দিলেন তিলোত্তমার মা

এই সফরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁকে নারীশক্তি অ্যাওয়ার্ড দেন। কিন্তু সেই সম্মান ফিরিয়ে দেন তিনি। বলেন, “আমার মেয়ে ন্যায় না পেলে কোনও পুরস্কার নিতে পারব না।” সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা হয়েছে বলে জানান তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents) ।

Tilottama’s Parents Slam CBI After Delhi Visit

আরও পড়ুনঃ নবান্ন কি এখন কর্পোরেট প্রভাবের অধীনে? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসন

উল্লেখ্য, তিলোত্তমার পরিবারের এখন প্রশ্ন একটাই, ‘ন্যায় কবে মিলবে?’ সিবিআইয়ের তদন্তে তাঁরা হতাশ, রাজনীতির ঊর্ধ্বে নিরপেক্ষ তদন্তই তাঁদের একমাত্র চাওয়া। এখন আদালত কি রায় দেবে সেদিকেই তাকিয়ে তিলোত্তমার বাবা-মা (Tilottama’s Parents)।