“কলকাতা কি সত্যিই সুরক্ষিত?”, NCRB-এর রিপোর্টে ফুঁসে উঠলেন তিলোত্তমার মা-বাবা

Published on:

Published on:

Tilottoma’s Parents Question NCRB After Kolkata Declared Safe

বাংলা হান্ট ডেস্কঃ দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরের খেতাব পেয়েছে কলকাতা (Kolkata)। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) সেই শিরোপা দিয়েছে, তাদের    রিপোর্ট অনুযায়ী, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার অনেক কম। তবে এই রিপোর্ট নিয়ে তিলোত্তমার মা-বাবার ক্ষোভ কম নয়। তাঁদের দাবি, শহরে বাস্তবে মেয়েদের নিরাপত্তা নেই, আর এই রিপোর্ট শুধুই ঘরে বসে তৈরি করা হয়েছে, যাতে কলকাতাকে নিরাপদ দেখানো যায়।

কলকাতাকে (Kolkata) সুরক্ষিত শহর হিসেবে মানতে নারাজ তিলোত্তমার বাবা-মা

তিলোত্তমার মা বলেন, “আমার মেয়েটা কি সুরক্ষিত ছিল? আমরা কি বিচার পেয়েছি? আমরা কি পেলাম? যাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটে তারা কিছুই পায় না। হয়ত সাজা ঘোষণা হয়ে যায়, সব কিছুতেই কোর্টের কাছে যেতে হয়। কত লোকের চাকরি চলে গেল। আসলে চুরিতে এক নম্বর। নবমীর রাতেও কুলতলীতে ঘটনা ঘটেছে। এখানে ছেলে-মেয়ে কারও সুরক্ষা নেই। এই রিপোর্ট কারা তৈরি করেছে? ওরা ঘরে বসে শুনে শুনে রিপোর্ট তৈরি করে। মাঠে-ময়দানে এসে রিপোর্ট বানায় না।”

তিলোত্তমার বাবা বলেন, “এই সংস্থায় কারা কাজ করে? ওরা কি রিপোর্ট ঘরে বানায়? এই জন্যই এই রিপোর্ট হয়। কলকাতায় (Kolkata) যেখানে কর্মস্থলে অসুরক্ষিত মেয়েরা, স্কুলে গিয়ে অসুরক্ষিত মেয়েরা, এর মানে ভারতের অন্য জায়গায় আরও খারাপ দশা। যাঁরা এখানে চাকরি করেন তাঁরা শিক্ষিত। কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন এই রিপোর্ট দিয়ে। নয়ত এমন রিপোর্ট আসতে পারে না। এক বছর ধরে কলকাতা শহরে যে ঘটনা ঘটছে সেখানে অর্ধেক অভিযোগ জমাই পড়ে না। অভিযোগ করতে গেলে যা ঝামেলা তৈরি হয়, তা তো আমরা এখন টের পাচ্ছি। এর সীমা নেই।”

উল্লেখ্য, গত বছর (২০২৪) ৮ অগস্ট আরজি কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাজা পায় এক সিভিক ভলান্টিয়ার। তবে নির্যাতিতার মা-বাবার দাবি, ঘটনার পিছনে আরও কেউ রয়েছে।

Tilottoma’s Parents Question NCRB After Kolkata Declared Safe

আরও পড়ুনঃ পুজো কার্নিভালে থাকবে না কৃষ্ণ কল্যাণী, জোড়ালো হচ্ছে রায়গঞ্জ বিধায়কের দলবদলের সম্ভাবনা

অভয়ার ধর্ষণ ও খুন ঘটনার বিচারের দাবিতে গোটা কলকাতা (Kolkata) উত্তাল হয়ে ওঠে। নারী নিরাপত্তা নিয়ে উঠে বিস্তর প্রশ্ন। সেই প্রেক্ষিতে কলকাতাতে সুরক্ষিত শহর হিসেবে মানতে নারাজ তিলোত্তমার বাবা মা। NCRB-র এই রিপোর্ট নিয়ে তাই তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।