IPL 2022-এর আগে বান্ধবীর সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন KKR-এর তারকা বোলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ অংশগ্রহণের আগে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি তার বান্ধবী ব্রায়া ফাহিকে বিয়ে করলেন। ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সাউদি কিছুদিনের মধ্যেই যোগ দেবেন কেকেআরের শিবিরে। কিউয়ি পেসার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে স্ত্রীর সঙ্গে বিয়ের ছবি আপলোড করেছেন। দুজনকেই বিয়ের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। সৌদি কোট এবং বান্ধবী ব্রায়াকে সাদা গাউনে দেখা গেছে।

Tim Southee with Braya

টিম সাউদির ছোট মেয়ের জন্ম ২০১৯ সালে। সেই বছরও তিনি আইপিএল খেলেছিলেন। এইবার তাকে আইপিএলের মেগা নিলামে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকায় নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল, যা ছিল তার বেস প্রাইস। তারকা ফাস্ট বোলার টিম সাউদিকে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে প্যাট কামিন্সের জায়গায় কেকেআর নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল। তারপরে সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বে তিনি ৩ টি উইকেট পেয়েছিলেন।

টিম সাউদি কলকাতায় যোগ দেওয়ার আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও আইপিএল খেলেছেন। ৪৩টি আইপিএল ম্যাচে তিনি ৩১টি উইকেট নিয়েছেন।

টিম সাউদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। মোট ৯২টি টি-টোয়েন্টি ম্যাচে তার নামে ১১১ উইকেট রয়েছে ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর