আট বছরের ছোট্ট ফ্যানের ক্যান্সার, পাশে দাঁড়াতে WTC ফাইনালের জার্সি নিলামে তুললেন কিউয়ি তারকা টিম সাউদি

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুরন্ত পেস বোলিংয়ের মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমতো ধরাশায়ী করেছিলেন টিম সাউদি (Tim Southee )। বিশেষত দ্বিতীয় ইনিংসে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা(Rohit Sharma) এবং শুভমান গিলকে (Shubman Gill) একা হাতেই প্যাভেলিয়নে ফিরিয়ে দেন তিনি। যার জেরে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধ্বস শুরু হয় ভারতের। শেষ পর্যন্ত উইলিয়ামসনের (Kane Williamson) দুরন্ত ব্যাটিংয়ে আরও একটি আইসিসি ট্রফি পকেটস্থ করে নিউজিল্যান্ড। কিন্তু এই ঐতিহাসিক ম্যাচের জার্সিই এবার নিলামে তুলতে চলেছেন টিম সাউদি।

হঠাৎ কেন এত টাকার দরকার হয়ে পড়ল তার? এর পিছনে থাকা ঘটনাটি শুনলে হয়তো চোখে জল এসে যাবে আপনারও। বছর দুয়েক আগে সাউদি পরিবারের সঙ্গে আলাপ হয় হোলি বিটি(Hollie Beattie) নামক একটি ছোট্ট মেয়ের। বর্তমানে আট বছর বয়সি হোলি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। ২০১৮ সালে হোলির ‘নিউরোব্লাস্টোমা’ নামে বিরল ধরনের ক্যান্সার ধরা পড়ে। তার এই রোগের খবর পাওয়ার পর থেকেই নানা ভাবে তাকে সাহায্য করে আসছে টিম সাউদি পরিবার।

https://www.instagram.com/p/CQsBxgyFdJh/?utm_source=ig_web_button_share_sheet

শুধু সাউদি একা নয়, আরেক কিউয়ি তারকা মার্টিন গাপটিলও (Martin Guptill) নিজের ব্যাট নিলামে তুলেছিলেন এই হোলির জন্য। নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সকলেই চান, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের শৈশবের আনন্দে মেতে উঠুক এই খুদে ফ্যান। ইনস্টাগ্রামে একটি পোস্টে সাউদি জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি খবর পান হোলির চিকিৎসার জন্য আরো টাকা লাগবে। তখনই এই সিদ্ধান্ত নেন তিনি। ঐতিহাসিক জার্সিটিতে রয়েছে গোটা নিউজিল্যান্ড টিমের খেলোয়াড়দের স্বাক্ষর।

নিজের ইনস্টাগ্রাম থেকেই সকলকে নিলামে অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন টিম সাউদি। তিনি লেখেন, “আমি আশা করছি, হোলির চিকিৎসার খরচ জোগানোর জন্য এই জার্সিটি কিছুটা হলেও বিটি পরিবারের উপকারে লাগবে। একজন বাবা হিসেবে এই লড়াইয়ে আমি ওদের পাশে রয়েছি।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর