মুম্বাইয়ে নিসর্গ ঝড় উড়িয়ে নিয়ে গেলো বহুতল বাড়ির ছাদ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় নিসর্গ (Cyclone Nisarga) বুধবার মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলায় আছড়ে পড়ে। মহারাষ্ট্রে এই ঝড় আছড়ে পড়ার সাথে সাথে সেখানে ১০০ কিমি বেগে হাওয়া বইতে থাকে। আর এই কারণে বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয় এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, ঝড়ের কারণে একটি বাড়ির ছাদ উড়ে যাচ্ছে। যদিও ওই বাড়ির ছাদ টিন দিয়ে বানানো ছিল বলেই ঝড়ে উড়ে গেছে।

ঘূর্ণিঝড় নিসর্গ বুধবার দুপুর ১ টা নাগাদ রায়গড় জেলায় ঢোকে। এরপর থেকেই ওই এলাকায় অঝোরে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া চলে। ল্যান্ডফলের পর মুম্বাই পুলিশ বান্দ্রা-ওয়ার্লি সমুদ্র লিঙ্কের রাস্তায় গাড়ির যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়াও এনডিআরএফ এর ডিজি মানুষকে জানিয়ে দেয় যে, তাঁরা যেন ছয় অথবা সাত ঘণ্টা যেন ঘর থেকে বের না হয়।

নিসর্গ ঘূর্ণিঝড় আজ মহারাষ্ট্র এবং গুজরাটের সমুদ্র উপকূলে আছড়ে পড়ে আর সেই সময় হাওয়ার গতি ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা ছিল। সমুদ্রে লাগাতার বড়বড় ঢেউ উঠছিল। মুম্বাইয়ের শহুরে এলাকা গুলোতেও ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যায়। শহুরে এলাকায় অনেক জায়গায় যেমন গাছ উপড়ে পড়ে, তেমনই টিনের ছাদ উঠে যায়।

আপনাদের জানিয়ে দিই, মুম্বাইয়ের সমুদ্রে থাকা জাহাজের মধ্যেই নিসর্গ ঝড়ের প্রভাব দেখা দেয়। সমুদ্রের ঢেউ এত বিশাল ছিল যে, জাহাজ গুলো খেলনার মতো দুলতে থাকে। প্রশাসন আগেই সমুদ্রের উপকূল থেকে মানুষকে সরিয়ে দিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর