প্রতিভা নেই বলে ‘নোংরামি’! ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম’ গানে নেচে অশ্লীল ট্রোলের শিকার ‘ঝিলিক’ তিথি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু (tithi basu), ‘মা’ সিরিয়ালে অভিনয় করে অচিরেই সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তবে মানুষ এখনো তাঁকে ‘ঝিলিক’ নামেই ভাল চেনেন। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার পাশাপাশি ট্রোলও সঙ্গী হয়েছে তিথির। তার মূল কারণ সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রীর স্বল্প পোশাকে করা ফটোশুট।

সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত সক্রিয় থাকেন তিথি। ফটোশুটের পাশাপাশি সমস্ত ট্রেন্ডিং গানেই রিল ভিডিও বানিয়ে থাকেন তিনি। আর এখন নেটপাড়ায় সবথেকে জনপ্রিয় গান নিঃসন্দেহে ‘কাঁচা বাদাম’। টলিউড থেকে বলিউডেও পৌঁছে গিয়েছে ভুবন বাদ‍্যকরের গাওয়া গান। একের পর পর তারকা নাচের ভিডিও বানাচ্ছেন কাঁচা বাদামের সুরে।


তিথিই বা বাদ যান কেন? তাই তিনিও নেচে নিয়েছেন ট্রেন্ডিং গানের তালে। হলুদ স্প‍্যাগেটি টপ ও সাদা শর্টস পরে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওটি শেয়ার করে তিথি লিখেছেন, ‘এবারে আর দেরি করিনি।’ কমেন্ট বক্সে কিন্তু প্রশংসার থেকে সমালোচনাই বেশি এসেছে।


অশ্লীল মন্তব‍্যে ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। অনেকেই তিথির অঙ্গভঙ্গিমার প্রতি কু্ৎসিত কটাক্ষ করেছেন। আবার একজন লিখেছেন, ‘একজন মেয়ে হয়ে সত‍্যি খুব লজ্জা লাগছে’। আরেক নেটনাগরিকের দিবি, প্রতিভা নেই বলে ‘নোংরামি’ করছেন তিথি! কিন্তু এই ধরনের নেতিবাচক ট্রোল নিয়ে কখনোই কোনো মন্তব‍্য করেননি অভিনেত্রী।


প্রসঙ্গত, জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মা’তে ছোট্ট মেয়ে ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বসুকে। দর্শকদের প্রচুর ভালবাসা ও জনপ্রিয়তায় দীর্ঘদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এটি বাংলা টেলিজগতের অন্যতম সফল ও দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক।

https://www.instagram.com/reel/CZd6_Quuyi1/?utm_medium=copy_link

মা ধারাবাহিকের দৌলতেই লাইমলাইটে আসে তিথি। ওই ছোট বয়সে তার তুখোড় অভিনয় মন কেড়েছিল সকলেরই। তারপরেও আরও ধারাবাহিকে অভিনয় করলেও মা-এর মতো দাগ কাটতে সক্ষম হননি। তবে তাঁর আপাদমস্তক লুক চেঞ্জের জন‍্য ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিথি।

X