আট বছরেও বদলায়নি সম্পর্ক, মুসলিম দাদাকে কেন রাখি পরান? খোলসা করলেন তিয়াশা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় এক গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। তিনি এমন একজন নায়িকা, যাঁর প্রথম সিরিয়ালই দারুণ সাফল্য পেয়েছিল। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। যদিও কেরিয়ারে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে বারংবার উত্থান পতন এসেছে তিয়াশার (Tiyasha Lepcha)। অনেকে জীবনে এসেও চলে গিয়েছে। কারোর সঙ্গে আবার পুনর্মিলন হয়েছে। তবে একজন মানুষের সঙ্গে দীর্ঘ ৮ বছরেও সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি।

মুসলিম দাদার হাতে রাখি পরিয়ে উদযাপন তিয়াশার (Tiyasha Lepcha)

সেই মানুষটি হলেন আরমান আহমেদ। দীর্ঘ আট বছর ধরে তাঁকেই রাখি পরিয়ে আসছেন তিয়াশা (Tiyasha Lepcha)। বনগাঁর মেয়ে তিয়াশা কলকাতায় এসে তাঁর বাড়িতেই অনেকটা সময় কাটাতেন। অভিনেত্রী জানান, তাঁর প্রথম স্টুডিও যাওয়া ‘আরমানদা’র সঙ্গে। তাঁর প্রথম প্রোমো শুটিংয়ের সময়েও সঙ্গে ছিলেন তিনি।

Tiyasha lepcha celebrates rakhi with muslim brother

কারণ জানান অভিনেত্রী: তিয়াশা (Tiyasha Lepcha) বলেন, তাঁর অভিনয় জীবনের কিছুটা কৃতিত্ব তাঁর এই আরমানদা’রও। ছোট থেকে তুতো ভাইদের নিয়ে হইহই করে রাখি পালন করেন অভিনেত্রী। কিন্তু কাজের চাপে এখন পরিস্থিতি বদলেছে। তবুও আরমানদাকে ঠিকই সময় করে রাখি পরান তিয়াশা (Tiyasha Lepcha)।

আরও পড়ুন : কেন্দ্রের ১৪৩৪ কোটি টাকার প্রকল্প! কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড কবে থেকে বিলি হবে? এল বড় আপডেট

বর্তমানে কী করছেন তিয়াশা: প্রসঙ্গত, শেষবার তিয়াশাকে (Tiyasha Lepcha) দেখা গিয়েছিল ‘রোশনাই’ সিরিয়ালে। স্টার জলসার ধারাবাহিকটি প্রথমে ভালো টিআরপি তুললেও পরবর্তীতে বেশ পিছিয়ে পড়ে সিরিয়ালটি। শেষমেষ বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক।

আরও পড়ুন : মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে জুটল মার! ‘অঝোরে জল গড়াচ্ছে চোখ দিয়ে’, কেমন আছেন অভয়ার মা? জানালেন শুভেন্দু

রোশনাই শেষ হওয়ার পর এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না তিয়াশাকে (Tiyasha Lepcha)। নতুন কোনও প্রোজেক্টের ঘোষণাও করেননি তিনি। আপাতত কিছুদিনের জন্য তিনি বিশ্রাম নেবেন বলে জানান তিয়াশা।