দিদির বিয়েতে ফুলের সাজে সাজলেন ‘কৃষ্ণকলি’, মোহময়ী রূপে ভাইরাল তিয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনার ভয় কাটিয়ে এখন বিয়ের মরশুমে মজেছে বাঙালি। আর সেই আনন্দে এবার যোগ দিলেন ‘কৃষ্ণকলি’ (krishnakali) অভিনেত্রী তিয়াশা রায় (tiyasha roy)। দিদির বিয়ের অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করতে দেখা গেল অভিনেত্রীকে। আর তার ফাঁকেই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য শেয়ার করছেন একের পর এক ছবি।

দিদির বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন তিয়াশা। এর আগেই এই অনুষ্ঠানের জন‍্য তার লুকের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। হলুদ পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সঙ্গে মাথায় পরেছিলেন ফুলের টিকলি, কানে ফুলের দুল। তিয়াশার মোহময়ী রূপ থেকে চোখ সরানো যাচ্ছে না। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।


ফের সেই লুকেই ভিন্ন পোজে আরো একটি ছবি শেয়ার করলেন তিয়াশা। দিদির গালে আদরের চুম্বন এঁকে দিতেও দেখা গিয়েছে তাঁকে। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই সব কটি ছবি। এছাড়াও কমলা শর্ট ড্রেস ও জিন্সের জ‍্যাকেটে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিয়াশা।

https://www.instagram.com/p/CIpa3xWBwzE/?igshid=bpqagsgdz119

https://www.instagram.com/p/CIkur6shRce/?igshid=vstg3jfkxfp

এর আগে স্বামী সুবান রায়ের সঙ্গে লেন্সবন্দি হন তিয়াশা। এদিন দুজনের পরনেই ছিল ওয়েস্টার্ন পোশাক। গাঢ় সবুজ ফুল স্লিভ গাউনে দেখা যায় তিয়াশাকে। পাশে সাদা প‍্যান্ট, লাল শার্ট ও কালো ব্লেজারে হ‍্যান্ডসাম দেখাচ্ছিল সুবানকেও।

https://www.instagram.com/p/CIe8ZFlhOqO/?igshid=1hdjg9tcy8msh

https://www.instagram.com/p/CIiKvUDBEXT/?igshid=1xrm1efw8slsg

এই মুহূর্তে ১৮ বছরের লিপ নিয়েছে সিরিয়াল কৃষ্ণকলি। বেশ কিছুদিন ধরে টিআরপি কমতির দিকে রয়েছে ‘কৃষ্ণকলি’র। একের পর এক মোড় এনেও টিআরপি আর আগের মতো করা সম্ভব হয়নি। আসলে একঘেয়ে চিত্রনাট‍্যে বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকেরা। তাই এবারে সোজা ১৮ বছরের লিপ নিয়েছে কৃষ্ণকলি পরিবার।

সিরিয়ালে এখন দেখানো হচ্ছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের কোনো স্মৃতিই নেই। নিখিল কিছু না জেনেই শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণাকে বেনারস থেকে এনে নিজেদের বাড়িতে তোলে। সেখানে নিখিলের মেজ দাদার মেয়ের বিষ দৃষ্টিতে পড়ে শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণা।

X