‘কৃষ্ণকলি’র টিম পিকনিকে একসঙ্গে হাজির নিখিল-শ‍্যামা, মর্ডান লুকে নজর কাড়লেন তিয়াশা, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: অনস্ক্রিন স্ত্রী শ‍্যামা বা তিয়াশা রায়ের (tiyasha roy) সঙ্গে বেশ গভীর সম্পর্ক নিখিল ওরফে নীল ভট্টাচার্য্যের (neel bhattacharya)। সোশ‍্যাল মিডিয়ায় দুজনকে বেশ খুনসুটি করতে দেখা যায় মাঝে মাঝেই। কৃষ্ণকলি সিরিয়ালে নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ও তাঁর স্ত্রী শ‍্যামার ভূমিকায় দেখা যাচ্ছে তিয়াশাকে।

সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিয়াশা। সম্প্রতি কৃষ্ণকলি সিরিয়ালের টিম একটি পিকনিকের আয়োজন করে। নীল ও তিয়াশাও যোগ দিয়েছিলেন সেই পিকনিকে সবার সঙ্গে। সকলের সঙ্গে মিলে হই হুল্লোড় করতে দেখা গেল তাঁদের। আড্ডার মাঝে মাঝে কফির কাপে চুমুক দেওয়ার সময় ক‍্যামেরাবন্দি হলেন তিয়াশা।

IMG 20201219 195602
এদিন হলুদ রঙের শর্ট ড্রেস ও ডেনিম জ‍্যাকেট পরেছিলেন তিয়াশা। সঙ্গে তাঁর মানানসই ছোট হেয়ারকাট অসাধারন লাগছিল। নীলের পরনে ছিল লাল টিশার্ট, কালো জ‍্যাকেট। তবে এদিন কৃষ্ণকলি টিমের সবাইকে দেখা যায়নি। অন‍্য সিরিয়ালের শুটিংয়ে ব‍্যস্ত থাকার কারণে আসতে পারেননি তাঁরা।

https://www.instagram.com/p/CI8jhQkJfss/?igshid=1e7t54a2yfyqx

প্রসঙ্গত, এই মুহূর্তে ১৮ বছরের লিপ নিয়েছে সিরিয়াল কৃষ্ণকলি। বেশ কিছুদিন ধরে টিআরপি কমতির দিকে রয়েছে ‘কৃষ্ণকলি’র। একের পর এক মোড় এনেও টিআরপি আর আগের মতো করা সম্ভব হয়নি। আসলে একঘেয়ে চিত্রনাট‍্যে বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকেরা। তাই এবারে সোজা ১৮ বছরের লিপ নিয়েছে কৃষ্ণকলি পরিবার।

সিরিয়ালে এখন দেখানো হচ্ছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের কোনো স্মৃতিই নেই। নিখিল কিছু না জেনেই শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণাকে বেনারস থেকে এনে নিজেদের বাড়িতে তোলে। সেখানে নিখিলের মেজ দাদার মেয়ের বিষ দৃষ্টিতে পড়ে শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর