দুচোখে বোল্ড চাহনি, অ্যানিমাল প্রিন্ট পোশাকে ‘হটনেস বম্ব’ কৃষ্ণকলি তিয়াসা, তুমুল ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল (serial) জগতে এখন অন‍্যতম জনপ্রিয় মুখ ‘কৃষ্ণকলি’ (krishnakali) তিয়াশা রায় (tiyasha roy)। জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে শ‍্যামার চরিত্রে অভিষেক করেই দর্শকদের মনে গেঁথে বসেছেন তিনি। মিষ্টি লুকস, সঙ্গে অনবদ‍্য অভিনয় প্রতিভা রাতারাতি সাফল‍্যের চূড়ায় পৌঁছে দিয়েছে তিয়াশাকে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সিরিয়ালের টিআরপিও।

সোশ‍্যাল মিডিয়াতেও একই রকম জনপ্রিয় তিয়াশা। অনুরাগীদের মন ভালই বোঝেন তিনি। আর তাই তো শুটিং সেটের ছবি থেকে ব‍্যক্তিগত জীবনের খুঁটিনাটি সবই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। পাশাপাশি নিজের ছবি পোস্ট তো আছেই। সিরিয়ালে সবসময় শাড়িতে সাদামাটা রূপে দেখা গেলেও বাস্তব জীবনে কিন্তু বেশ ফ‍্যাশনিস্তা তিয়াশা।


শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন লুকেও নজর কাড়েন তিনি। সম্প্রতি তিয়াশার দুটি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অ্যানিমাল প্রিন্ট পোশাকে খোলা চুলে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভিন্ন পোজে দুটি ছবি শেয়ার করেছেন তিয়াশা। আর শেয়ার করা মাত্রই ভাইরাল তিয়াশার এই ছবি।

https://www.instagram.com/p/CKfqfwDBv1C/?igshid=1ggtivygk80ek

 

প্রসঙ্গত, এই মুহূর্তে ১৮ বছরের লিপ নিয়েছে সিরিয়াল কৃষ্ণকলি। বেশ কিছুদিন ধরে টিআরপি কমতির দিকে ছিল ‘কৃষ্ণকলি’র। একের পর এক মোড় এনেও টিআরপি আর আগের মতো করা সম্ভব হয়নি। আসলে একঘেয়ে চিত্রনাট‍্যে বিরক্ত হয়ে গিয়েছিলএন দর্শকেরা। তাই সোজা ১৮ বছরের লিপ নেয় কৃষ্ণকলি পরিবার। আর তাতেই কেল্লাফতে। ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে কৃষ্ণকলির টিআরপি।

সিরিয়ালে এখন দেখানো হচ্ছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের কোনো স্মৃতিই নেই। শ‍্যামা ও তাঁথ মেয়ে কৃষ্ণাকে না জেনেই নিজের বাড়িতে এনে তোলে নিখিল। তারপর ঘটনাচক্রে নিখিল ফিরে পায় শ‍্যামাকে, জানতে পারে কৃষ্ণার আসল পরিচয়। কিন্তু অপরদিকে রাধারানীর চক্রান্তে গলা খারাপ হতে বসেছে কৃষ্ণার। সে কি আর গান গাইতে পারবে? ফের বড় মোড় নিতে চলেছে কৃষ্ণকলি।

X