মনোমালিন‍্য ভুলে বিজয়াতে কাছাকাছি তিয়াশা-সুবান, স্বামীর গালে সিঁদুর লাগিয়ে ছবি ভাইরাল ‘কৃষ্ণকলি’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা আবহে এবারের পুজো অন‍্যান‍্য বারের থেকে অনেকটাই আলাদা। মণ্ডপে ঢোকা বারন থাকায় রাস্তায় মানুষের ঢলও তুলনামূলক কম চোখে পড়েছে। এবারের পুজোটা অনেকটাই ঘরোয়া ভাবে কেটেছে সকলের।

ব‍্যতিক্রম নন জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলির (krishnakali) অভিনেত্রী তিয়াশা রায়ও (tiyasha roy)। শুটিং এর ফাঁকে বন্ধু ও পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন পুজোতে। সেই সঙ্গে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন পুজোর আনন্দ। মাঝে মাঝেই নিজের পুজোর লুকের ছবি শেয়ার করেছেন তিয়াশা।


এবার বিজয়া দশমীতে সিঁদুর খেলার ছবিও ভাইরাল হল অভিনেত্রীর। তবে তিয়াশা নিজে নন, তাঁর একটি ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে ছবিগুলি। বিজয়া দুদিন আগে চলে গেলেও তার রেশ এখনো রয়ে গিয়েছে সকলের মধ‍্যে। কিছু মণ্ডপে প্রতিমাও এখনো বিসর্জন হয়নি।

https://www.instagram.com/p/CG4GmDZBEu3/?igshid=f1aevkh18tbk

তাই একটু দেরি করেই সিঁদুর খেলায় মেতেছেন তিয়াশা। সঙ্গে স্বামী সুবানকেও দেখা গিয়েছে। লাল সাদা শাড়িতে এদিন ক‍্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সেই সঙ্গে সিঁথিতে চওড়া সিঁদুর ও গালেও সিঁদুর মেখে হাসিমুখে পোজ দিলেন তিয়াশা।

https://www.instagram.com/p/CG4BeukBr8N/?igshid=1l5gt0vr4rl33

এর আগে কৃষ্ণকলির শুটিংয়ের ফাঁকে একটি ফটোশুট করেন তিয়াসা।শুটিংয়ের ফাঁকে পুজোর সাজও শেষ করে ফেলেছেন তিনি। সেই সাজেই একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তবে এই ছবিতে শ‍্যামার চরিত্রেই ধরা দিয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/CGrWLHbBdhd/?igshid=13snu5qm4jdbq

অপরদিকে আরো একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা গিয়েছে লং বব কাট চুলে। শাড়ি ছেড়ে পরেছেন লাল ব্লেজার, কালো টপ। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ইংরেজি গান ‘প্লে ডেট’। এই হট ওয়েস্টার্ন লুকে তিয়াসাকে নেটিজেনদের মনে ধরলেও তাঁর প্লে ডেট যে কে তা নিয়ে ধন্দে রয়েছেন নেটজনতা।

X