বিজেপির মিথ্যা মামলা থেকে তৃণমূল নেতা-কর্মীদের বাঁচাতে সিদ্ধান্ত, লিগ্যাল ডেস্ক চালু করবেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের নির্ঘন্ট এখনো ঘোষণা হয়নি ঠিকই,  তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী তরজা। এবার তৃণমূলের নেতা কর্মীদের বিরোধী শিবিরের চক্রান্তের হাত থেকে বাঁচাতে লিগ্যাল ডেস্ক (Legal Desk) চালুর সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)।

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে এর আগেও একাধিকবার দাবি করেছে ঘাসফুল শিবির। এবার দলের যে কর্মীরা মিথ্যা মামলায় জেলে রয়েছেন বা ফেঁসে রয়েছেন তাদেরকে আইনি সাহায্য দিতে লিগ্যাল ডেস্ক চালু হতে চলেছে। “বিজেপির চক্রান্তে পূর্ব মেদিনীপুর ও কেশপুরের বহু তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মী মিথ‌্যা মামলায় ফেঁসে গিয়েছেন। অনেকে আবার গেরুয়া চক্রান্তের শিকার হয়ে সিবিআই বা এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়ে জেলেও রয়েছেন।” এমনটাই অভিযোগ করেছে রাজ্যের শাসকদল।

বিরোধীদের মিথ‌্যা মামলা ও আইনি নির্যাতনের হাত থেকে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বাঁচাতে পূর্ব মেদিনীপুর ও কেশপুর ব্লকের জন‌্য এবার লিগ‌্যাল ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা পরিকল্পিত চক্রান্ত করে নন্দীগ্রাম-হলদিয়ার মতো বহু ব্লকে নিরীহ মানুষকে সিবিআই বা এনআইএ-এর মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। বিজেপির এই নয়া চক্রান্তের শিকার যেমন তৃণমূল নেতা-কর্মী আছেন তেমনই বহু নিরীহ, সাধারণ মানুষও রয়েছেন। অনেকে আবার শুভেন্দুর এই নয়া চক্রান্তে ফেঁসে গিয়ে জেলবন্দি রয়েছেন। কিন্তু সঠিক আইনি পরামর্শ এবং গাইডলাইন না থাকায় দিশেহারা মানুষ নানা আদালতে দৌড়ে বেড়াচ্ছেন।

পূর্ব মেদিনীপুর থেকে এমন আইনি অজস্র অভিযোগ পেয়ে সহায়তা দিতেই তৃণমূলের তরফে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হতে চলেছে বুধবার। এদিন নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল অফিসে এই লিগ‌্যাল ডেস্কের সূচনা হবে। এই লিগ্যাল ডেস্কের সঙ্গে যুক্ত থাকবেন জেলা পর্যায়ের আইনজীবীরা, থাকবেন হাইকোর্ট পর্যায়ে সিবিআই বা এনআইএ মামলায় আইনি লড়াইয়ে অভিজ্ঞরাও।

abhishek banerjee

কি ভাবে সাহায্য করবে লিগ‌্যাল ডেস্ক? তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল অফিসে এই লিগ‌্যাল ডেস্কের সূচনা হবে। এখানে যেমন পুরনো মামলা নিয়ে বিভিন্ন আদালতে নির্যাতিতদের আইনি লড়াইয়ে সাহায‌্য করা হবে। তেমনই স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধেও পালটা মামলা করা হবে। গেরুয়া শিবিরের যিনি বা যারা চক্রান্ত করে তৃণমূল কর্মীদের ফাঁসাচ্ছে তাদের আর একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

বিজেপির চক্রান্তের শিকার মানুষকে আইনি হেনস্তা থেকে বাঁচাতে লিগ‌্যাল ডেস্ক চালু হওয়ায় স্বস্তির নিঃস্বাস ফেলছে জোড়াফুল শিবির।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর