মুরগি চুরির প্রতিবাদ করতে গিয়ে পাল্টা মার বনগাঁয়, খুন তৃণমূল কর্মী- তদন্তে নেমেছে পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ মুরগি চুরি করার প্রতিবাদ করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন এক তৃণমূল (tmc) কর্মী। ঘটনাটি ঘটেছে বনগাঁ (bangao) থানার কালিতলা ঘোষপাড়া এলাকায়। অভিযুক্তের দাবি, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী খুন করেছে তৃণমূল কর্মী শ্যামল সরকারকে। তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯ টার সময় মুরগির ফার্ম থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন বছর ৩১-এর শ্যামল সরকার। স্থানীয় এক বিল্ডার্সের দোকানেই কর্মরত ছিলেন এই তৃণমূল কর্মী। অভিযোগ উঠেছিল, তাঁর ওই খামার থেকে মুরগি চুরি করতেন অভিযুক্ত দেবব্রত হালদার। তাঁর বাড়িতে গিয়েই তাঁকে সাবধান করতে গিয়েছিলেন শ্যামল সরকার। আর সেখানেই তাদের বাড়ির উঠোন থেকে শ্যামলের রক্তাক্ত দেহ পাওয়া যায়।

909238 tmc flag aitc 1

অভিযুক্ত দেবব্রত হালদারের পরিবার জানিয়েছে, ঘটনার দিন শ্যামলের উপর একজন অজ্ঞান পরিচয় দুষ্কৃতী চড়াও হয়ে তাঁকে মারধর করে। শ্যামলকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয়রা শ্যামলকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেয়।

কিন্তু অন্যদিকে মৃত শ্যামলের পরিবারের দাবি, দেবব্রত হালদার খামার থেকে মুরগি চুরি করত। তাই মঙ্গলবার সন্ধ্যায় দেবব্রত বাড়ি গিয়ে তাঁকে নিষেধ করতে গিয়েছিলেন শ্যামল। সেখানেই দেবব্রতর পরিবারের সকলে মিলে শ্যামলকে বেধড়ক মারধর করায় তাঁর মুখ থেকে রক্ত উঠতে থাকে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। পরবর্তীতে দেবব্রতর পরিবারের সদস্যরাই শ্যামলকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযুক্তের পরিবার দোষ অস্বীকারও করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Smita Hari

সম্পর্কিত খবর