অবৈধ বালি পাচার কাণ্ডে নাম জড়াল তৃণমূলের, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল অডিও

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেও অডিও লিককে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে(TMC)। এমনকি কিছুদিন আগেও একটি তোলাবাজি কান্ডের অডিও লিক হওয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল দুই তৃণমূল নেতাকে। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন চোরা পাচার কান্ড নিয়ে রাজ্যের শাসক দলের উপর সরব হয়েছিল বিজেপি (BJP) সহ অন্যান্য বিরোধী দলগুলি। এবার ফের অবৈধ বালি কারবারে মদত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সামনে এল দুই নেতার ভাইরাল অডিও ক্লিপ। যদিও এর সত্যতা যাচাই করে দেখিনি বাংলা হান্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, অবৈধ বালি কারবার নিয়ে এর আগেই বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। দলীয় নেতাদের সতর্ক করেছেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) থেকে শুরু করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (Mamata Banerjee )। কিন্তু তারপরেও ফের সামনে এলো একই রকম অভিযোগ। অনেকেই মনে করছেন অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে, তিনি মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের একজন প্রভাবশালী তৃণমূল নেতা। দলীয় অ্যাসোসিয়েশনের নেতারা এমভিআইয়ের কর্মকর্তা সেজে হানা দিতে যাচ্ছে এমনটাও নাকি শোনা গিয়েছে ওই ভাইরাল অডিও ক্লিপে।

এর আগে গরু পাচার এবং কয়লা পাচার কান্ডকে কেন্দ্র করে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। এমনকি টানাটানি হয়েছে বর্তমানে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) স্ত্রীকে নিয়েও। যা নিয়ে নির্বাচনী প্রচারে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তৃণমূলকে। আর তাই তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দিকেই সবচেয়ে বেশি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কিন্তু তিনি বারবার সতর্ক করা সত্ত্বেও ফের একবার এ ধরনের ক্লিপ সামনে আসায় যে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে শাসক দলকে এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য এলাকার বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, তলায় তলায় অবৈধ বালি কারবারে মদত যোগাচ্ছে তৃণমূলের নেতারা। যার জেরেই পাচারকারীদের এত বাড়বাড়ন্ত। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তার মতে দল কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেবে না।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর