‘মোদীর আমিত্ব’! নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট তৃণমূল ও আপের, তুঙ্গে তরজা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এই নিয়ে সেই প্রথম থেকেই চলছে তরজা। কানাঘুষো শোনা যাচ্ছিল নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করতে পারে বিরোধী শিবিরের একটা বড় অংশ। রাষ্ট্রপতির বদলে কেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন, সেই নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তবে তারা এখনও এবিষয়ে তাদের অবস্থান স্পষ্ট না করলেও গতকাল তৃণমূল (Trinamool Congress) সাফ জানিয়ে দিল ওই অনুষ্ঠান বয়কট (Boycott) করছে তারা।

রবিবার লোকসভা সচিবালয় তরফে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাওয়ার সাথে সাথেই তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইট করে বলেন- ‘রবিবারের অনুষ্ঠানটা আসলে প্রধানমন্ত্রী মোদীর একচেটিয়া প্রদর্শনী হতে চলেছে। সেখানে শুধু তিনি, তিনি এবং তিনিই থাকবেন। তাই এমন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রয়োজন বোধ করছে না তৃণমূল কংগ্রেস। আমরা এর বাইরেই থাকব।’

তৃণমূলই ভারতে প্রথম রাজনৈতিক দল যারা এই অনুষ্ঠান বয়কট করে। আর এবার মমতার দেখানো পথে হেঁটে বয়কটের ডাক দিল আম আদমি পার্টিও। অন্যদিকে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলিও বয়কটের রাস্তায় হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকে বসেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করা সহ একাধিক বিষয়ে বৈঠক দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। তার পর তৃণমূলই প্রথম নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়। একই পথে হেঁটে নিজেদের অবস্থান জানায় আপ।

new parliament building

শুধু তৃণমূল এবং আপ ই নয়, রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রীর হাতে নয়া সংসদভবন উদ্বোধনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি বিরোধী কংগ্রেস, সিপিআই, শিবসেনা (সাবেক), অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের মতো দলও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর