‘BJP ভয়ংকর, কোনদিন সংবিধান, দেশের নামটাও বদলে দেবে’, মোদি সরকারকে তুলোধোনা মমতার

বাংলা হান্ট ডেস্ক : বিজেপি (Bharatiya Janata Party) বিরোধী শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ গতকাল উপস্থিত ছিল কলকাতায় (Kolkata)। পশ্চিমবঙ্গ (West Bengal) সফরে এসেছিলেন আপ নেতারা। হাজির হয়েছিলেন নবান্নতেও। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (Aam Aadmi Party) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) পাশে নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) মঙ্গলবার একের পর এক আক্রমণ শানিয়ে গেলেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন নবান্নে আপ নেতাদের সঙ্গে বৈঠকের পর মমতা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘কেন্দ্রের এত অহঙ্কার হয়েছে যে ভয় হয়, এরপর হয়তো সংবিধান বদলে দেবে। দেশের নামও বদলে নিজেদের পার্টির নামে করে দেবে।’

modi mamata 10

অরবিন্দ কেজরিওয়াল গতকাল মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং আরও তিন আপ নেতাকে সঙ্গে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। তাঁদের সফরের প্রধান উদ্দেশ্য ছিল দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্স সংসদে আটকে দিতে তৃণমূলের সমর্থন আদায় করা। বৈঠকে মমতা তাঁকে কথা দেন, সংসদের দুই কক্ষেই তৃণমূল সাংসদেরা অর্ডিন্যান্সের বিরোধিতা করবেন।

বৈঠক শেষে মমতা, কেজরিওয়াল এবং ভগবত মান যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। সেখানেই একাধিক বিষয়ে সরব হন তাঁরা। তিন মুখ্যমন্ত্রীরই দাবি, দেশে সমস্ত বিরোধী শক্তি আক্রান্ত। নানাভাবে বিরোধী দলগুলিকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী দল শাসিত সরকারগুলিকে পদে পদে কেন্দ্র বাধা দিচ্ছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এমনকী সুপ্রিম কোর্টের রায়ও মানছে না নরেন্দ্র মোদির সরকার।

মমতা বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের ওপর ভরসা করি। কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা নিয়ে বৈঠকে কথা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দলের কাছে আবেদন এই অর্ডিন্যান্সের বিরোধিতা করুন। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি আমরা এই অর্ডিন্যান্সের বিরোধিতা করব।’ মমতা এদিন মণিপুরের অশান্তি, দু হাজার টাকার নোট বাতিলের মতো সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন। সরব হন এনআরসি-র বিরুদ্ধে।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘মণিপুরে এখনও রক্ত ঝরছে। অথচ কোনও কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গেলেন না। কেন্দ্রীয় সরকার এখন অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সির মতো কাজ করছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, কেন্দ্রীয় সরকার সেটা মানছে না, অর্ডিন্যান্স আনছে। সরকার অফ দ্য বুলডোজার, বাই দ্য বুলডোজার, ফর দ্য বুলডোজার।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর