বিজেপির হরিনাম সংকীর্তনে তৃণমূলের ‘হামলা’! পাল্টা মার খেয়ে হাসপাতালে শাসকদলের ৫ সমর্থক

বাংলা হান্ট ডেস্ক: এবার এক ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিবাদ চরমে! সংঘর্ষে জড়াল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) সংঘর্ষে জড়াল তৃণমূল এবং বিজেপি। শুক্রবার রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও পাল্টা তাদের মারধরের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়র পর এবার জেলে যাবেন মুখ্যমন্ত্রী! মমতার বন্ধুর দাবি ঘিরে তোলপাড়

ওই ঘটনায় দু’পক্ষের অন্তত ছয় জন আহত হন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের কর্মী-সমর্থকদের ওপর চড়া হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। গেরুয়া শিবিরের দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। সাধারণ গ্রামবাসীরা এই হরিনাম সংকীর্তন আয়োজন করেছিল। কিন্তু সেখানে তৃণমূলের কয়েকজন এসে বন্ধ করতে চেয়েছিল। এরপরই শুরু হয় ঝামেলা।

tmc bjpp

ঘটনায় আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই এলাকায় বিজেপির তরফে একটি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মী ও কংগ্রেস কর্মী সমর্থকরা হরিনাম শুনতে যান। সেখানে যাওয়া মাত্রই তৃণমূল সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় পাঁচজন তৃণমূল সমর্থক এবং একজন বিজেপি সমর্থক আহত হয়েছেন। তাদের জামতলা (Jamtala) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কুলতলি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

Monojit

সম্পর্কিত খবর