“নতুন বছর সকলের ভাল কাটুক। রাজ্যের মানুষের উপকার হোক।” রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন জেলবন্দি অনুব্রত মণ্ডল

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েকের অপেক্ষা মাত্র। তার পরেই নতুন বছর (New Year)। নয়া বছর আগমনের আবহাওয়ায় উৎসুখ সকলে। চারিদিকে খুশির বাতাবরণ। সেইমত রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানালেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

শনিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য জেল থেকে ‘বীরভূমের বাঘ’কে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল। সেখানেই জেল থেকে বেরোনোর পথে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন কেষ্ট। পরনে আকাশি পাঞ্জাবি, সাদা পাজামার উপর সাদা চাদর, এ দিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

ঠিক কী শুভেচ্ছাবার্তা দিলেন অনুব্রত? এদিন জেলবন্দী হেভিওয়েট তৃণমূল নেতা বলেন, “নতুন বছর সবার ভাল যাক। বীরভূম জেলার ভাল যাক। রাজ্যের সকলের ভাল যাক। নতুন বছর ভাল কাটুক। মানুষের উপকার হোক।”

জানা গিয়েছে, কেষ্টর অনুরোধে ও আদালতের নির্দেশে থানায় তাঁর সঙ্গে জেলে একজন মেডিক্যাল অ্যাসিট্যান্ট রাখা হয়েছে। নেতার শারীরিক পরিস্থিতি ভালো নেই, এই বিষয়টি বারংবার আদালতে জানানো হয়েছে নেতার আইনজীবী তরফে। সেইমত নেতার দেখভাল করছেন তাঁর সাথে থাকা মেডিক্যাল অ্যাসিট্যান্ট।

anubrara

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দুবরাজপুর জেল। দীর্ঘ ৪ মাস থেকে জেলবন্দি অনুব্রত। বহুবার জামিনের আবেদন চেয়েও কোনো সুরাহা পাননি বীরভূমের বাঘ। ফলে স্বাভাবিকভাবেই বীরভূমের লোকেদের জন্য মনভার অনুব্রতর। তবে স্বস্তির খবর এই যে বর্তমানে বীরভূমের মাটিতেই রয়েছেন অনুব্রত, তবে শ্রীঘরের চৌকাঠের অন্দরে। গত কিছুদিন ইডি আদালতের নির্দেশমত জোর তৎপরতায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও নাটকীয়ভাবে তা আর সম্ভব হয়নি। ফলে নতুন বছর বঙ্গেই কাটছে জেলবন্দি হেভিওয়েট বঙ্গ নেতার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর