বাংলাহান্ট ডেস্কঃ ভোটের পূর্বেই ফের উত্তপ্ত চন্দননগর (chandannagar)। বিজেপি (bjp) প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (tmc) বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় এফআইআর করলে, বিজেপির নামে পাল্টা অভিযোগ জানায় শাসকদল।
অভিযোগ উঠেছে, চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ মিটিং সেরে কয়েকজনের সঙ্গে যখন বাড়ি ফিরছিলেন, তখন রাস্তার মাঝে তৃণমূল নেতা শ্যামবুদ্ধ দলবল নিয়ে তাঁর গাড়ি আটকান। ছবিঘরের কাছে তাঁর গাড়ি থামিয়ে তাঁকে এবং তাঁর গাড়িতে থেকে ২ বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারীকে টেনে বের করে বেধড়ক মারধর করতে থাকে তৃণমূল বাহিনী।
ঘটনার জেরে আহত হন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ এবং তাঁর দুই বন্ধু ২ বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারী। আহতদের চিকিৎসার জন্য চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে সমগ্র এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ। ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা শ্যামবুদ্ধকে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তের নামে এফআইআর দায়ের করে বিজেপি শিবির।
অন্যদিকে বিজেপির নামে পাল্টা অভিযোগ করে তৃণমূল। নিজেদের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করে, ‘বহিরাগত’দের নিয়ে এসে স্থানীয় হোটেলে রাখার অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল পক্ষের দাবি- এই বহিরাগতদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে হবে।