বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেড়েই চলেছে দিনে দিনে। এবার তৃণমূল কংগ্রেস বাঁকুড়ায় BJP পরিচালিত দু’টি গ্রাম পঞ্চায়েত দখল করে ফেলল সম্প্রতি। পঞ্চায়েত ভোটে ওন্দার কল্যাণী ও চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছিল BJP৷ কিন্তু গতকাল ঘটনাচক্রে এই দু’টি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ সদস্যই যোগ দিয়েছেন তৃণমূলে৷
প্রসঙ্গত শুক্রবার তৃণমূল কংগ্রেস দেশের আর্থিক পরিস্থিতি ও NRC-র বিরুদ্ধে ওন্দা ব্লকের লেদাশন এলাকায় একটি পথসভার আয়োজন করে৷ মন্ত্রী শ্যামল সাঁতরা উপস্থিত ছিলেন সেই সভায়৷ এই পথ সভাতেই ওন্দার কল্যাণী ও চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সদস্য তৃণমূলে যোগ দেন৷ কল্যাণী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ৯৷ তাদের মধ্যে তৃণমূল রয়েছেন ৩ জন এবং ৬ জন BJP৷ কিন্তু বিজেপি সদস্যদের মধ্যে পাঁচজনই গতকাল তৃণমূলে যোগদান করেছেন৷ যার জেরে এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা হারালো গেরুয়া শিবির৷
অন্যদিকে আবার চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৯৷ এদের মধ্যে তৃণমূলের সদস্য রয়েছে ৪ জন ও BJP-র ৫ জন৷ কিন্তু গতকাল ঘটনাচক্রে তাঁদের মধ্যে পঞ্চায়েত প্রধান-সহ আরও দু’জন তৃণমূলে যোগ দেন৷ যার ফলে চুরামনিপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল৷
এদিন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “চারিদিকে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের BJP-তে নেওয়া হয়েছিল ৷ তাঁদের মনের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ৷ তাঁরা সকলে তৃণমূল পরিবারের মধ্যেই ছিল৷”