মুর্শিদাবাদে মাস্টার স্ট্রোক অধীরের! ভাঙন তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের সময় থেকে যে ভাবে তৃণমূলের ভাঙন ধরেছিল তা এক প্রকার চিন্তার কারণ হয়ে উঠেছিল শাসক শিবিরের কাছে। এমনিতেই তৃণমূল ছেড়ে বিজেপি র পতাকা হাতে নিয়েছিলেন দলের কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা, যদিও লোকসভা নির্বাচনের পরেই আস্তে আস্তে দলে ফিরেছেন অনেকেই কিন্তু এ বার তৃণমূলে ভাঙন খোদ নবাব গরে।ভাঙন ধরালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

এক কথায় অধীরের মাস্টারস্ট্রোকে শাসক শিবির ছেড়ে দলের কাউন্সিলর সহ শতাধিক নেতা নেত্রীরা আসতে আসতে কংগ্রেসের পতাকা হাতে নিলেন। জানা গিয়েছে পতাকা হাতে নিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ তুলেছেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার পাঁচ প্রাক্তন কাউন্সিলর। মঙ্গলবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে প্রবেশ করেন ওই সমস্ত বিধায়ক নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা।734186 adhir ranjan choudhary 2

যদিও এক সময় তারা কিন্তু কংগ্রেসের দলেই ছিলেন কিন্তু আসতে আসতে ভিড় জমিয়েছিলেন শাসক শিবিরে কিন্তু তাও টিকল না অবশেষে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সেই সমস্ত বিধায়ক থেকে নেতা নেত্রী ও কর্মীরা। পুরনো কর্মীদের দলে ফিরে পেয়ে যথেষ্টই আপ্লুত কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

দল বদল সম্পর্কে বলতে গিয়ে নেতানেত্রীরা বলেন তৃণমূল থেকে বিতশ্রদ্ধ হয়েই নাকি তাঁরা কংগ্রেসে ফিরে এসেছেন। পাশাপাশি শাসক শিবির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগও তুলেছেন তাঁরা, এমনকি তৃণমূল নেতারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে আর তাই তো দল বদল করেছেন এমনটাই জানিয়েছেন সদ্য কংগ্রেসে আসা নেতানেত্রীরা।

উল্লেখ্য এর আগে এ ভাবে অন্যান্য বিরোধী দল থেকে কংগ্রেসে এত লোক একসঙ্গে যোগদান করেননি। তাই নাগরিকত্ব সংশোধনী আইনের উত্তপ্ত তার মধ্যেও যে এ ভাবে কংগ্রেসের নেতা নেত্রীরা ফিরেছেন তা নিয়েই কিন্তু যথেষ্টই খুশি রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা।

সম্পর্কিত খবর