নিয়োগ দুর্নীতি অতীত! রোজভ্যালি মামলার ‘ফাইনাল’ চার্জশিটে দেবের নাম, বড় তথ্য ‘ফাঁস’ করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে ভোট ছাড়াও দুর্নীতি ইস্যুতে সংবাদ শিরোনামে তৃণমূলের তারকা প্রার্থী দেব (Dev)। চলতি সপ্তাহেই ঘাটালের বিদায়ী সাংসদের ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে মামলা। নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে দেবের। আর এবার আরও ফাঁসল মমতার ‘গুড বয়’। রোজভ্যালি মামলায় (Rose Valley) সিবিআই (CBI) এর ফাইনাল চার্জশিটে উঠে এল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের নাম।

বহুদিন যাবৎ রোজভ্যালি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের পেশ করা চার্জশিটে আগেই অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। আর এবার তৃণমূলেরই দেবের নাম রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটে। জানা গিয়েছে রোজভ্যালির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেব। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

এই নিয়ে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে দেব বলেন, “হ্যাঁ রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলাম। অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম তো? অনেকেই করেছেন তো…।”, অভিনেতার সংযোজন, “ওইখানে আমি তো আমি একা ছিলাম না। অনেকেই ছিলেন। বহুদিন আগের ঘটনা। ওই ইভেন্টে আরও অভিনেতা ও অভিনেত্রীরাও পারফর্ম করেছিলেন। তবে এই নিয়ে আর আমার কাছে কোনও নোটিস আসেনি।”

tmc candidate dev reveals why he wanted to quit politics ahead of 2024 lok sabha election

আরও পড়ুন: ‘সন্ধ্যা ৬টার মধ্যে ওই দু’জনকে ছাড়ুন…’, এবার বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের, শোরগোল রাজ্যে

প্রসঙ্গত, এর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেবের নাম জড়িয়েছিল। দিল্লির ইডি অফিসে গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। গরু পাচার মামলাতেও ২০২২ সালে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তারকা। তার সঙ্গে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত এনামূল হকের যোগসূত্রের খবর সামনে এসেছিল। এবার রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটেও জ্বলজ্বল করছে দেবের নাম। তাহলে কী ভোটের মুখেই নতুন করে বিপদ বাড়ল ‘পাগলুর’? উত্তর মিলবে সঠিক সময়েই ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর