বাংলা হান্ট ডেস্কঃ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে টলিউড সুপারস্টার। সিনেদুনিয়ায় পা রাখার পর রীতিমতো বদলে যায় দীপক অধিকারী ওরফে দেবের (Dev) জীবন। অভিনেতা হিসেবে খ্যাতির মধ্যগগনে থাকাকালীনই রাজনীতির দুনিয়ায় অভিষেক। ২০১৪ লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস (TMC)। চব্বিশের নির্বাচনেও দু’বারের জয়ী সাংসদের (TMC MP) ওপর আস্থা রেখেছে দল। বর্তমানে অভিনয় এবং রাজনীতি, দু’টো কাজই সমানতালে চালিয়ে যাচ্ছেন। এহেন ব্যক্তিত্ব কত টাকার মালিক? মাঝেমধ্যেই সাধারণ মানুষের মনে উঁকি দেয় এই প্রশ্ন।
দেখতে দেখতে রাজনীতির দুনিয়ায় প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন দেব (Deepak Adhikari)। গত ১০ বছরে বিতর্ক সেভাবে স্পর্শ করতে পারেনি তাঁকে। অভিনেতা হিসেবে মানুষের কাছে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনই রাজনীতিক হিসেবেও সাফল্য এসেছে দেবের ঝুলিতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা সুপারস্টার থেকে খ্যাতনামা রাজনীতিবিদ, ঘাটালের সাংসদ ঠিক কতটা ধনী (Dev Net Worth) জানেন?
উনিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) সময় জমা দেওয়া হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন দেব। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ আর্থিক বছরে দেবের আয় ছিল মোট ২ কোটি ২৪ লাখ ৪ হাজার ৫৬০ টাকা। এর আগের দুই বছর তিনি আয় করেছিলেন যথাক্রমে ৩ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৪২০ টাকা এবং ৩ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৩৮০ টাকা।
আরও পড়ুনঃ ‘ক্লাস ফাইভ ফেল’, হাওড়ায় TMC-র প্রসূনের বিরুদ্ধে নির্দল প্রার্থী হচ্ছেন মমতারই ভাই বাবন!
নির্বাচনের বছর দেবের হাতে ২ লাখ ৮৫ হাজার ২৫৮ টাকা নগদ ছিল। এছাড়া বিভিন্ন ব্যাঙ্কে এফডি সহ বেশ কিছু সেভিংস স্কিমে টাকা রেখেছিলেন তিনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যথাক্রমে ৩৫ লাখ ৪২ হাজার টাকা, ১০ লাখ টাকা এবং ২ লাখ ২৪ হাজার টাকা ছিল দেবের। এছাড়া বেসরকারি ব্যাঙ্কে ছিল যথাক্রমে ২ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার টাকা, ৩৭ লাখ ৯২ হাজার টাকা এবং ৬৮ লাখ ৪ হাজার টাকা। দেবের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৪ কোটি ৯ লাখ টাকা মতো। এছাড়া মিউচুয়াল ফান্ডে ৪৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তৃণমূল সাংসদ এবং ২৫ লাখ ৮৯ হাজার টাকার বিমা ছিল তাঁর। সেই সঙ্গেই ৪ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৪৫২ টাকা ঋণ ছিল অভিনেতার।
বাংলার এই নেতা-অভিনেতার গ্যারাজে সাজানো রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং হুন্ডাই এল্যান্ট রয়েছে দেবের। এর মধ্যে বিএমডব্লিউ গাড়িটির মূল্য ৮ লাখের কাছাকাছি এবং মার্সিডিজটির দাম ৩৬ লাখ টাকা মতো। সব মিলিয়ে, দেবের গাড়িগুলির মোট মূল্য ৫২ লাখ টাকার কিছু বেশি।
এছাড়া হলফনামায় সোনার থাকার কথাও উল্লেখ করেছিলেন ঘাটালেন সাংসদ। সেই সময় যার বাজারদর ছিল ৩৫ লাখ ৬ হাজার ৪৬১ টাকা। সবমিলিয়ে ২০১৭-১৮ আর্থিক বছরে দেবের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯০৮ টাকা। অন্যদিকে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে অভিনেতার। ২০১৩ সালে ৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে সেটি কিনেছিলেন তিনি। সব মিলিয়ে, সেই সময় দাঁড়িয়ে দেবের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার মতো।