চলে এল দেবাংশু এক্সিট পোল! BJP-কে কটি আসন দিলেন তৃণমূল প্রার্থী? রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সম্পন্ন হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এরপর থেকেই কোন দল বাজিমাত করবে তা নিয়ে চর্চা আলোচনা শুরু হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এর মধ্যে অধিকাংশ সমীক্ষাতেই দেখা গিয়েছে, বাংলায় TMC-র থেকে এগিয়ে রয়েছে BJP। এই আবহে বিরাট দাবি করলেন তৃণমূলের যুব নেতা তথা তমলুকের জোড়াফুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) একাধিক যুব নেতা-নেত্রীকে টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল। তাঁদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু। ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুক (Tamluk) থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। যদি জয়ী হন, তাহলে মাত্র ২৮ বছর বয়সেই সাংসদ হবেন তিনি। এবার সেই দেবাংশুই ভোটের ফলাফল নিয়ে বিরাট দাবি করলেন।

   

গতকাল সম্পন্ন হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে বাংলার সম্ভাব্য ফলাফল সম্বন্ধে একটি পোস্ট করেন তমলুকের TMC প্রার্থী। সেখানে তিনি ভোটের ফলাফল নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন।

আরও পড়ুনঃ সোমে শেষ গরমের ছুটি, তবে এখনই শুরু হবে না ক্লাস! কবে থেকে স্কুল? শিক্ষা দফতরের নয়া আপডেট

দেবাংশু নিজের পোস্টে দাবি করেছেন, TMC এবার বাংলায় ২৫ থেকে ২৭টি আসন পাবে। ভোট শতাংশ হবে ৪৪ থেকে ৪৬। BJP-র ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ১৬টি আসন। অর্থাৎ আগেরবারের চেয়ে গেরুয়া শিবির এবার কম আসন পাবে বলে মনে করছেন দেবাংশু। BJP-র ভোট শতাংশ হতে পারে ৪০ থেকে ৪২। অন্যদিকে কংগ্রেস ০ থেকে ১টি আসন পেতে পারে। ভোট শতাংশ ৯ থেকে ১১। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫ শতাংশ ভোট।

Debangshu Bhattacharya

উল্লেখ্য, তমলুক কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হবে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। TMC-র দেবাংশুর বিপরীতে রয়েছে BJP-র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিন হেভিওয়েটের এই লড়াইয়ে শেষ অবধি কে বাজিমাত করে সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর