TMC প্রার্থী তালিকায় বহিরাগতদের ঠাসাঠাসি! স্লোগান দিয়ে নিজেই ফাঁসলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Loksabha Vote) আগে ব্রিগেড। আর সেই ব্রিগেড থেকেই বড়সড় চমক তৃণমূলের। রবিবার জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024 Candidate List) প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। এতদিন কালীঘাট থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই প্রথম ব্রিগেডের সভামঞ্চ থেকে জোড়াফুল শিবিরের প্রার্থীতালিকা (TMC Candidate List for Parliament Election 2024) ঘোষণা করা হল।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের লোকসভা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেশ কিছুদিন তৃণমূলের সাথে অভিষেকের দূরত্ব বাড়ছে, এই জল্পনা চললেও আজ তাতে রীতিমতো জল ঢেলে স্বমহিমায় তৃণমূলের সেনাপতি। বক্তৃতার শুরু থেকেই ঝাঁঝলো মেজাজে অভিষেক। আর এবারেও নেতার হাতিয়ার ‘বহিরাগত’ ইস্যু।

   

বাংলার ভূমিপত্র না কি বহিরাগত? কাকে বেছে নেবেন বাংলার মানুষ? এই প্রশ্ন তুলেই সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা আমাদের ভাষাই বোঝেনা তারা আমাদের মন বুঝবেন কিভাবে? ‘বহিরাগত’ বিজেপিকে নিশানা করে এই মন্তব্যও শোনা গেল তৃণমূলের ‘নয়নের মণি’ অভিষেকের মুখে। তবে একি! তৃণমূলের প্রার্থী তালিকাতেই তো একের পর এক বহিরাগত নাম।

২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর থেকে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। কীর্তি আজাদ (Kirti Azad) বিহারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি কোনো ভাবেই বাংলার ভূমিপত্র নন। তৃণমূলের আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিন্হাও (Shatrughan Sinha) বিহারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মুম্বাইতে থাকেন। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক হল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম।

ইউসুফ পাঠানের তৃণমূলের টিকিটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। আর জনপ্রিয় তারকা মুখও বাংলার ভূমিপত্র হন। গুজরাতে জন্মগ্রহণ করেন তিনি। একদিকে যখন অভিষেক নিজে বাংলার ভূমিপত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, অন্যদিকে লোকসভার তিন গুরুত্বপূর্ণ আসনে তৃণমূলের ৩ বহিরাগত।

abhishek 2

আরও পড়ুন: দলবদলুদের উপর বিরাট ভরসা! চার বিজেপি বিধায়ককে টিকিট দিয়ে চমকে দিল তৃণমূল

একনজরে তৃণমূলের ৪২ আসনের প্রার্থীতালিকা:
কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া

আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক

জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়

দার্জিলিং- গোপাল লামা

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট- বিপ্লব মিত্র

মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান

জঙ্গিপুর- খলিলুর রহমান

বহরমপুর- ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ- আবু তাহের খান

কৃষ্ণনগর- মহুয়া মৈত্র

রানাঘাট- মুকুটমণি অধিকারী

বনগাঁ- বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর- পার্থ ভৌমিক

দমদম- সৌগত রায়

বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট- হাজি নুরুল ইসলাম

জয়নগর- প্রতিমা মণ্ডল

মথুরাপুর- বাপি হালদার

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর- সায়নী ঘোষ

কলকাতা দক্ষিণ- মালা রায়

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া- সাজদা আহমেদ

শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ- মিতালি বাগ

তমলুক- দেবাংশু ভট্টাচার্য

কাঁথি- উত্তম বারিক

ঘাটাল- দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম- কালীপদ সরেন

মেদিনীপুর- জুন মালিয়া

পুরুলিয়া- শান্তিরাম মাহাতো

বাঁকুড়া- অরূপ চক্রবর্তীে

বিষ্ণুপুর- সুজাতা খাঁ

বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ

আসানসোল- শত্রুঘ্ন সিন্হা

বোলপুর- অসিতকুমার মাল

বীরভূম- শতাব্দী রায়

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর