বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে সর্বপ্রথম পূর্ণাং প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল (tmc)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন।
মোট ২৯৪ টি আসনের মধ্যে এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী দিচ্ছে মোট ২৯১ টি আসনে। ৩ টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার জন্য- এমনটা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। যারা জিতবেন, তারা তৃণমূলের হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রার্থী তালিকা-
নন্দীগ্রামের হয়ে লড়বেন মমতা ব্যানার্জি।
বিবেক গুপ্তা হচ্ছেন জোড়াসোঁকোর প্রার্থী।
রাজারহাটে দাঁড়াবেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।
কাঞ্চন মল্লিক লড়বেন উত্তরপাড়ার হয়ে।
রাজ চক্রবর্তী দাঁড়াচ্ছেন ব্যারাকপুরে।
শোভন দেব চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন ভবানীপুরের।
মনোজ তিওয়ারি হচ্ছেন শিবপুরের প্রার্থী।
বাঁকুড়ার প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সিদ্দিকুল্লা চৌধুরী থাকছেন মন্তেশ্বরের প্রার্থী।
ঝাড়গ্রামে দাঁড়াচ্ছেন বীরবাহা হাঁসদা।
সোনারপুর দক্ষিণে থাকছেন লাভলি মৈত্র।
আসানসোল দক্ষিণে থাকছে সায়নি ঘোষ।
কামারহাটির প্রার্থী হচ্ছেন মদন মিত্র।
চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন দমদম উত্তরে।
সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না।
সৌরভ চক্রবর্তী লড়বেন আলিপুরদুয়ারের হয়ে।
কৃষ্ণনগর উত্তরে থাকছেন কৌশানি।
সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুরে।
গৌতম দেব হচ্ছেন ফুলবাড়ীর প্রার্থী।
হাবড়ার প্রার্থী হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস।
পার্থ চট্টোপাধ্যায় থাকছেন বেহালা পশ্চিমে।
ফিরহাদ হাকিম প্রার্থী হচ্ছেন কলকাতা পোর্টে।
মেদিনীপুরের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া।
বারাসতের প্রার্থী চিরঞ্জিৎ।
স্বর্ণ কমল সাহা লড়বেন এন্টালীর হয়ে।
সাধন পান্ডে থাকছেন মানিকতলার প্রার্থী।
দমদমের প্রার্থী হচ্ছেন ব্রাত্য বসু।
সুজাতা মণ্ডল খাঁ লড়বেন আরামবাগের হয়ে।
হাওড়া মধ্যের প্রার্থী অরূপ রায়।