বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথম জয় পেল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর কেন্দ্রে ফের একবার জয়ী হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ‘প্রশ্ন ঘুষ বিতর্ক’কে পিছনে ফেলে ফের একবার সংসদের পথে TMC-র এই দাপুটে নেত্রী। BJP প্রার্থী রানিমা অমৃতা রায়কে (Amrita Roy) পরাজিত করে জয়ী হলেন তিনি। যদিও কত ভোটে জয়ী হয়েছেন মহুয়া, সেই রিপোর্ট এখনও জানা যায়নি।
ভোটগণনার দিনের সকাল থেকেই খোশমেজাজে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থীকে (Trinamool Congress)। হালকা গোলাপি রঙের শাড়ি, চোখে ওভার সাইজড চশমা, সাইকেলে চেপে কৃষ্ণনগরে (Krishnanagar) ঘুরতে দেখা যায় মহুয়াকে। গণনা যত এগিয়েছে তত বাড়তে থাকে তাঁর লিড। অবশেষে বিকেল ৪টে নাগাদ সামনে আসে TMC প্রার্থীর জয়ের খবর।
চব্বিশের লোকসভা ভোটে অবশ্য নানান জটিলতার সম্মুখীন হতে হয়েছিল মহুয়াকে। প্রথমে ‘প্রশ্ন ঘুষ কাণ্ডে’ নাম জড়ায় তাঁর। এরপর সংসদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। তবে মহুয়া লড়াই থামাননি। TMC-ও বরাবর তাঁর পাশে থেকেছে। চব্বিশের লোকসভা ভোটে ফের একবার তাঁকে কৃষ্ণনগরে দাঁড় করায় জোড়াফুল শিবির। অবশেষে দেখা গেল, শেষ অবধি জয়ের হাসি হাসলেন তিনি।
আরও পড়ুনঃ আসকে সিপিএমের মন ভালো নেই! ফের শূন্য হাতেই ফিরতে হচ্ছে বামেদের
উল্লেখ্য, এবার মহুয়ার বিপরীতে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল BJP। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের কূলবধূ অমৃতা রায়কে টিকিট দেয় গেরুয়া শিবির। দুই প্রার্থীর মধ্যে জোর টক্কর হবে বলে আশা করেছিল ওয়াকিবহাল মহল। তবে ভোটগণনার দিন দেখা গেল, ফের মহুয়াতেই আস্থা রেখেছে কৃষ্ণনগরবাসী।
এদিকে কৃষ্ণনগরের পাশাআশি রাজ্যের আরও নানান আসন থেকে TMC-র জয়ের খবর আসছে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেও দিলীপ ঘোষকে পরাজিত করে জোড়াফুল শিবিরের তারকা প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে। কলকাতা দক্ষিণেও জোড়াফুল প্রার্থী মালা রায় জয়ী হয়েছেন বলে খবর। এখন আপাতত অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।