বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দু’টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। এর মধ্যে একটি হল বরানগর। এই কেন্দ্রে তৃণমূল টিকিট দিয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee)। অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে সজল ঘোষকে (Sajal Ghosh)। এবার প্রচারে বেরিয়ে প্রতিবন্ধী বৃদ্ধার ডাক উপেক্ষা করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
বর্তমানে জোরকদমে প্রচার করছেন সায়ন্তিকা। এদিন সকালেও প্রচারে বেরিয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ‘জোড়াফুলে ভোট দিন’ স্লোগান দিতে দিতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে হেঁটে আসছেন সায়ন্তিকা। এদিকে এক যুবকের হাত ধরে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন এক বৃদ্ধা।
তৃণমূল (TMC) প্রার্থীকে দেখে বৃদ্ধার সঙ্গে থাকা যুবক তাঁকে হাত জোড় করে নমস্কার করেন। হ্যান্ড মাইক হাতে সায়ন্তিকাও তাঁকে পাল্টা কিছু একটা বলেন। এরপর সেই যুবক বলেন, ‘দিদি একটা কথা ছিল’। কিন্তু সেকথায় কান না দিয়ে হেঁটে বেরিয়ে যান সায়ন্তিকা। তৃণমূল প্রার্থী চলে যাচ্ছেন দেখে ক্রমাগত ‘একটা কথা ছিল’ বলে চিৎকার করতে থাকেন সেই যুবক। কিন্তু তা সত্ত্বেও বৃদ্ধা কিংবা তাঁর সঙ্গে থাকা যুবকের সঙ্গে কথা বলতে আসনেনি সায়ন্তিকা।
আরও পড়ুনঃ গরম বাড়লেও আর যাবে না কারেন্ট! এবার বিরাট নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর, স্বস্তিতে আমজনতা
এদিকে বৃদ্ধা এবং যুবকের চিৎকার শুনে মিছিলে থাকা তৃণমূলের এক কর্মী বলেন, সামনের দিকে চলে আসুন। তখনই সেই যুবক জানান, ওই বৃদ্ধা কার্যত পঙ্গু। তখন মিছিলে থাকা ব্যক্তিরা জানতে চান, ওই বৃদ্ধা কী পাননি? জবাবে সঙ্গে থাকা যুবক জানান, কিচ্ছু পায়নি। সব অভাব-অভিযোগ শোনার পর তৃণমূলের সংশ্লিষ্ট কর্মী বিষয়টি জানানোর আশ্বাস দেন।
এদিকে এই ঘটনা কানে আসতেই সরব হয়েছেন বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি বলেন, আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের সংগঠিত প্রশ্নের মুখোমুখি হচ্ছি। আর এই দেখুন, একজন প্রতিবন্ধী মহিলা তার দুঃখের কথা বলার জন্য রাস্তায় বসে ছিলেন, কিন্তু তৃণমূল প্রার্থী কিছুতেই দাঁড়ালেন না।