বাংলাহান্ট ডেস্কঃ ভোটমুখী বাংলায় কতই না বেনজির দৃশ্য দেখছে বঙ্গবাসী। কোথাও ঢাকঢোল পিটিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়া তো কোথাও গলায় গামছা ঝুলিয়ে। ভোটের আগে এমন দৃশ্য বাংলার মানুষ স্বাভাবিক চোখে দেখলেও। বিরোধীরা তাতে কটাক্ষ করতে ছাড়ছে না। সেসব গেল! এবার হলদিয়ায় ( Haldia ) তৃণমূলের ( TMC ) ভোটের আগেই পালিত হল বিজয় উৎসব ( Vijay Rally )। যা এখন বঙ্গ রাজনীতির চর্চায় তুঙ্গে। বিরোধীদের তরফেও এনিয়ে তৃণমূলের দিকে ধেয়ে আসছে একেরপর এক চাঁচাছোলা ভাষায় কটাক্ষ।
এদিন হলদিয়ার সিটি সেন্টার থেকে কদমতলা পর্যন্ত শাসকদল তৃণমূলের তরফে আয়োজন করা হয় মহা মিছিলের। তাতে হয়েছে আবীর খেলা থেকে শুরু ওরে নাচ-গান পর্যন্তও। এককথায় ভোটের আগেই বিজয় উৎসব। তবে বিরোধীরা এ বিষয়ে কটাক্ষ করেছে কড়া ভাষায়। প্রধান বিরোধী দল গেরুয়া শিবির ( BJP ) থেকে সংযুক্ত মোর্চার শরিক দল বামেরাও এনিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছেন, ‘শুনেছি মৃত্যুর আগেই অনেকে শ্রাদ্ধশান্তি পালন করেন! এখন তৃণমূলের সেই অবস্থা’।
যদিও এই বিজয় উৎসবের আয়োজক শেখ রুহুলকে ভোটের আগেই বিজয় উৎসব পালন করা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ এই কেন্দ্রে সবকটি আসনেই জয়লাভ করবে তৃণমূল। আর সেই আত্মবিশ্বাসের প্রতিফলনই হল এদিনের বিজয় উৎসব’।
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রথম দফা ভোটের আগেই তৃণমূল-বিজেপির তরফে নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে। যার পরই সব দলের প্রার্থীরা পুরোদমে তাদের ভোট প্রচার শুরু করে দিয়েছে। কোথাও বাড়ি-বাড়ি গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে তো কোথাও মন্দিরে পুজোর ঘণ্টা বাজিয়ে জনসংযোগের কাজে লেগে পড়েছেন। জানিয়ে দি, এবারের ভোটে হলদিয়ায় তৃণমূল প্রার্থী স্বপন নস্কর ও বিজেপি প্রার্থী হলেন তাপসী মন্ডল।