বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে একের পর এক ভুয়ো আধিকারিকদের পর্দা ফাঁস হচ্ছে। কখনও ভুয়ো আইএএস, আবার কখনও ভুয়ো সিবিআই আধিকারিক। এবার ধরা পড়লেন উত্তরদিনাজপুর (uttardinajpur) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম। তবে কোন ভুয়ো পদ নয়, তৃণমূল ঘনিষ্ঠ এই শিক্ষকের গাড়িতে ভারত সরকার লেখা বোর্ড দেখে সন্দেহ হয় প্রশাসনের।
উত্তর দিনাজপুরের হেমতাবাদের একটি স্কুলের ইংরাজির শিক্ষক বেঞ্জামিন হেমব্রম। রায়গঞ্জের চণ্ডীতলার কাছে একটা আবাসনের বাসিন্দা তিনি। কিন্তু তাঁর ব্যবহৃত কালো রঙের গাড়িটাকে দেখে সন্দেহ দানা বাঁধে পুলিশ কর্তাদের মনে। প্রথমে ওই গাড়ির মালিকের পরিচয় না জানলেও, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে ঠিক পৌঁছে যায় বেঞ্জামিন হেমব্রমের কাছে।
পুলিশ সূত্রে খবর, গাড়ির সামনে ভারত সরকারের প্ল্যানিং কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, হিউম্যান রাইটস কমিশন সহ নানা ধরনের বোর্ড লাগানো দেখে প্রথমে সন্দেহ হয়। তারপর বেঞ্জামিন হেমব্রমের কথার মধ্যে নানা অসঙ্গতি ধরা পড়ায় কিছু কাগজপত্র এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় বেঞ্জামিন হেমব্রম দাবি করেন, ‘একটি এনজিও চেয়ারম্যানের অনুমতিক্রমে এই গাড়ি ব্যবহার করছি। কার্ডও রয়েছে আমার কাছে। অ্যাপয়ন্টমেন্টে লেখাও আছে। কলকাতায় চেয়ারম্যানও এই ধরণের বোর্ড লাগান’।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল। এঘটনায় হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি শেখর রায় বলেন, ‘প্রায় ১০ বছর আগে বেঞ্জামিন হেমব্রমের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু বর্তমানে আর নেই। তবে তিনি তৃণমূলের পদে ছিলেন না’।