মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন TMC কাউন্সিলর! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

বাংলাহান্ট ডেস্ক : কাঁথিতে মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে নামে তৃণমূল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু কর্মসূচি শেষে বিপত্তি বাঁধালেন এক তৃণমূল কাউন্সিলর। ভুল জাতীয় সঙ্গীত গেয়ে জল ঢাললেন সব কিছুতেই। ফলে এতকিছুর পরও কপালে জুটল শুধুই ট্রোল এবং হাসাহাসি। ভাইরাল ভিডিওকে ঘিরে সমালোচনার ঝড় তুললেন নেটিজেনরা।

মঙ্গলবারই মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে কাঁথিতে একটি সভা করে তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা এবং তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ কাঁথি পুরসভার একাধিক কাউন্সিলর এবং নেতা নেত্রী। এদিন কেন্দ্রের একাধিক নীতিকে তুলধনা করতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর তুমুল সমালোচনা করেন মন্ত্রী অখিল গিরি। আর এবার সেই মঞ্চেই উঠল ভুল জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় সঙ্গীতকে অবমাননা করার অভিযোগ।

সভা শেষে জাতীয় সঙ্গীত গান সকল নেতানেত্রীরা। আর সেখানেই বাঁধে বিপত্তি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাইক্রোফোন ছিল কাঁথি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের হাতে। আর তাঁর গাওয়া জাতীয় সঙ্গীতেই ধরা পড়ে অগণিত ভুল। যা নিয়েই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন,’সভায় জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। এটি দন্ডনীয় অপরাধ।’

স্যোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। তার তাকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। এই ঘটনাকে অবশ্য ধামাচাপা দিতে ইতিমধ্যেই মাঠে নেমেছে তৃণমূল। তৃণমুল নেতা তথা অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি বলেন, ‘ এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল। একজন ভারতীয় হিসেবে জাতীয় সঙ্গীত অবমাননা কোনও ভাবেই মানা যায় না’, তবে তিনি আরও বলেন ‘উনি ঘাবড়ে গিয়েছিলেন। মানুষ মাত্রেই ভুল হয়, তবুও একজন শিক্ষিকা হিসেবে সচেতন থাকা উচিত ছিল। জন প্রতিনিধিরা এমন বড় ভুল করলে কী করে চলবে! আগামিদিনে আমাদের আরও সজাগ থাকতে হবে, যাতে ভবিষ্যতে এমন ভুল কোনও দিন না হয়। আমরা ক্ষমা প্রার্থী জনগণের কাছে এই ভুলের জন্য’

উল্লেখ্য, পেশায় স্কুলের পার্শ্বশিক্ষিকা এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর