ছিঁড়ে দেওয়া হল গায়ের কাপড়! ওয়ার্ড অফিসে TMC মহিলা কাউন্সিলরকে বেধড়ক মারধর দুষ্কৃতিদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের ওয়ার্ড অফিসে ঢুকে মহিলা কাউন্সিলরকে (Councillor) বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি! কাউন্সিলরের জামা ছিঁড়ে সম্মানহানি করার চেষ্টা সহ হুমকির অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার কল্যাণীতে (Kalyani)। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা বাসন্তী দাস কল্যাণী পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর।

কী অভিযোগ? প্রতিদিনের মতো সোমবার রাতে কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস নিজের ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। তখনই হঠাৎ করে অফিসে কয়েকজন যুবক ঢুকে যান।

অভিযোগ, যুবকেরা অফিসে ঢুকেই মোবাইল ফোনে মহিলাদের ছবি তুলতে আরম্ভ করে। সেই কাজে বাধা দিলে যুবকরা কাউন্সিলর বাসন্তী দাসল বেধড়ক মারধর শুরু করে। শুধু তাই নয় ওয়ার্ডে থাকা মহিলা ও কাউন্সিলরকে শ্লীলতাহানি (Molest) করার চেষ্টা করে বলেও অভিযোগ।

tmc flag

তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থকরাও। তখন হঠাৎ করেই বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়ে এবং ক্যামেরা বের করে তাঁদের ছবি তুলতে শুরু করে। এতে বাসন্তী প্রতিবাদ করলে মদ্যপ যুবকরা তাকে বেধড়ক মারধর করে, এবং কাউন্সিলর ও ওয়ার্ডে থাকা মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

পাশাপাশি কাউন্সিলরের জামাকাপড় ছিঁড়ে দেওয়ায় মতো অভিযোগও ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। যুবকেরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এরপর যুবকেরা অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় বাসন্তীদেবীল হুমওকিও দেন বলেই জানা গিয়েছে। গোটা এই ঘটনায় ঢিঢি পড়ে গিয়েছে গোটা এলাকায়। সোমবারই কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে যুবকেরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলেই সূত্রের খবর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X