নিজস্ব সংবাদদাতা ঃএবার কাটমানির রেশ পড়লো অনুব্রত মন্ডলের খাসতালুক হিসাবে পরিচিত বোলপুর লোকসভার অন্তর্ভুক্ত মঙ্গলকোটে। শুধু বিক্ষোভই নয়, রীতিমতো মুচলেকা আদায় করলো গ্রামবাসীদের একাংশ। জানা গেছে , মঙ্গলকোটের চাণক অঞ্চলে গণপুর – পালপাড়া এলাকার চার নাম্বর সংসদের অধীন দশাদিঘী মাঝীপাড়া, নওদাপাড়া, বাগদীপাড়াতে যারা বাড়ী করার জন্য তৃনমূলের বুথ কমিটির নেতাদের টাকা দিয়েছিলেন । আজ অর্থাৎ রবিবার তারা গ্রামবাসীদের একাংশ কে নিয়ে অভিযুক্তদের বাড়ী বাড়ী চড়াও হয়। রবি মাঝী, সঞ্জীব ঘোষ, বুড়ো টুডু প্রমুখ ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ – ‘ পঞ্চায়েতের মাধ্যমে বাংলা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পেতে নূন্যতম পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা কাটমানি লেগেছে’।
নিখিল মন্ডল, অপূর্ব ঘোষ, কর্ণ মাঝী, কালিময় গাঙ্গুলিদের মত তৃনমূলের বুথ কমিটির নেতারা সেই টাকা আদায় করেছে বলে অভিযোগ। কয়েকশো গ্রামবাসী আজ এদের কাটিমানি নিয়ে চেপে ধরলে অভিযুক্ত নেতারা প্রকাশ্যে জানায় – তারা চাণক অঞ্চল তৃণমূল সভাপতির নির্দেশে এই তোলা আদায় চালিয়েছে এবং তোলার প্রায় অর্থ সেটা পৌছে দিয়েছে ওই নেতার হাতে।
ঠিক এইরকম জনরোষ মূলক পরিস্থিতিতে কাটমানির টাকা আগামী ১০ ই জুনের মধ্যে ফেরত দিয়ে দেবে বলে জানিয়েছে অভিযুক্ত নেতারা।