মেঘালয়ে সবুজ ঝড় তুলতে সর্বপ্রথম প্রার্থী ঘোষণা তৃণমূলের! দুটি আসনে দাঁড়াচ্ছেন মুকুল

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পাশাপাশি মেঘালয়েও (Meghalaya) বেজে গেছে ভোটের দামামা। তবে পঞ্চায়েত ভোট নয়, পাহাড়ী রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election)। ভোটের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি ঠিকই, তবে এরই মধ্যে শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয়ের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫২ টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল সেরাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল (Trinamool Congress)।

এদিন জোড়া ফুলের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিংরোপ এবং পরিষদীয় দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পরিষদীয় দলনেতা মুকুল সাংমা (Mukul Sangma) জানিয়েছেন, আজ ৫২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই বাকি আরও ৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করবে দল।

আরও কী জানা যাচ্ছে? এদিন যে ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে মেঘালয়ের মুকুল-পিংরোপ-সহ মোট ৯ জন বিদায়ী বিধায়কের নাম রয়েছে। এই ৯ জনাই শেষ বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন । এরপর ২০২১ সালের অক্টোবরে ঘাসফুলে যোগদান করেন সকলে। সেই সময় মত ১২ জন বিধায়ক ঘাসফুলে যোগ দিলেও তাঁদের মধ্যে ৩ জন ইতিমধ্যেই দলত্যাগ করেছেন।

এবার তৃণমূলের টিকিটে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সোঙ্গসক আসনের গত দু’বারের বিধায়ক মুকুল সাংমা। তবে এবার তাঁর পুরনো কেন্দ্রের পাশাপাশি পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লা থেকেও লড়াই করবেন তিঁনি। পাশাপাশি, নোঙ্গথিম্মাই আসনের বিদায়ী বিধায়ক পিংরোপও আবার সেখানেই প্রার্থী হয়েছেন।

প্রসঙ্গত চলতি বছর ফেব্রুয়ারির মার্চে মেঘালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। শাসকদল এনপিপির পাশাপাশি তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস নাম লেখাবে ক্ষমতার দৌড়ে। গত ১৫ ডিসেম্বর, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা। সেখানে তৃণমূল ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীভাণ্ডারের মত একাধিক প্রকল্প উপহার দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত প্রতিশ্রুতির পর পাহাড়ী রাজ্যে কী ঝড় তুলতে পারবে তৃণমূল? সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর