তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিলেন দলেরই জেলা সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিলেন দলেরই জেলা সভাপতি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। উল্লেখ্য, বাঁকুড়া জেলার নির্বাচন শেষ হয়ে গিয়েছে। আর এবার করোনা নিয়ে সচেতনতা ছড়াতে ময়দানে নেমেছেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। আর সেই ক্রমেই তিনি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে লেখা দেওয়াল মুছে দিলেন। সেখানে তিনি জনগণকে করোনা নিয়ে সচেতন করতে বার্তা লিখলেন।

317904 6

রবিবার বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লেখা দেওয়াল মুছে দেন শ্যামলবাবু। সেখানে তিনি করোনা থেকে জনগণকে বাঁচাতে সচেতনতার বার্তা লেখেন। তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে এদিন শহরের রাস্তায় নেমে পড়েন শ্যামলবাবু। রঙ, তুলি হাতে তিনি দেওয়ালে দেওয়ালে লেখেন মাস্ক পরুন, বাড়িতে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।

শামলবাবু বলেন, রাজ্যে যেভাবে করোনা বেড়ে চলেছে তাতে সাবধান হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। নিজেও সাবধান হব আর মানুষকেও সাবধান করব। যদিও, বিজেপির পক্ষ থেকে শামলবাবুর এই কাজকে কটাক্ষ করা হয়েছে। বিজেপির নেতা পার্থসারথী কুণ্ডু বলেন, এগুলো সব তৃণমূলের নাটক। ২ মে’র পর তৃণমূল মুছে যাবে। আর তাঁর আগে প্রচার পেতে এসব করছে তাঁরা।


Koushik Dutta

সম্পর্কিত খবর