অল্পের জন্য রক্ষা পেল যুবির রেকর্ড, এক ওভারে পাঁচটি ৬ সহ ৩৭ রান করে বিশ্বরেকর্ড গড়লেন জাদেজা

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে চলছে সেই ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

প্রথমে ব্যাট করে ধীর গতিতে ইনিংস শুরু করলেও শেষের দিকে রবীন্দ্র জাদেজার মারকাটারি ব্যাটিংয়ে নির্ধারিত কুড়ি ওভার শেষে 4 উইকেট হারিয়ে 191 রান তুলেছে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য এই মুহূর্তে 192 রানের প্রয়োজন ব্যাঙ্গালুরুর।

এই ম্যাচে ব্যাট হাতে রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংস এর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ম্যাচের একেবারে শেষ ওভারে অর্থাৎ কুড়ি তম ওভারে বল করতে এসেছিলেন বেঙ্গালুরুর হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেলের সেই ওভারে 5 টি ছয়ের সুবাদে মোট 37 রান তুলে নেন রবীন্দ্র জাদেজা। হর্ষল প্যাটেলের প্রথম চারটি বলে চারটি ছয়, পঞ্চম বলে দু’রান এবং ছ-নম্বর বলে আবার ছয় এবং শেষ বলে চার মেরে মোট 37 রান তুলে নেন রবীন্দ্র জাদেজা। ওভারের তৃতীয় বলটি নো-বল করেছিল হর্ষল প্যাটেল।

এক ওভারে 37 রান তুলে নেওয়ার মধ্যে দিয়ে একটি বিরাট রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। এটি এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে ব্যয় বহুল ওভার বলে পরিচিত হল। এই ম্যাচে এখনো পর্যন্ত ভালোই বল করছিলেন হর্ষল প্যাটেল, প্রথম তিন ওভারে মাত্র 14 রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তবে শেষ ওভারে জাদেজা 37 রান তুলে নেন। জাজেদা 28 বলে 62 রানের ইনিংস খেলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর