বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি প্রায় সাড়ে ৩ বছর পর আবারও ঘরে ফিরেছেন ঘরের ছেলে মুকুল রায় (mukul roy)। বিজেপি ছেড়ে সপুত্র আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছত্রছায়ায় এসে তৃণমূলে আশ্রয় নিয়েছেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। তবে তৃণমূলে ফিরলেও, বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি মুকুল রায়। ইস্তফা দেওয়ার কথা কানাঘুষো শোনা গেলেও, জানা গিয়েছে শীর্ষনেতৃত্বের নির্দেশে সেই সিদ্ধান্তে বদল ঘটিয়ে বিধায়ক পদেই স্থায়ী থাকছেন মুকুল রায়।
বিধায়ক পদ তো ছাড়ছেনই না, সেইসঙ্গে নতুন বিধানসভার কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ পদ পিএসি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)-র চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন বলেও সূত্রের খবর। এই পদ নির্বাচন করার অধিকার আবার স্পিকারের হাতে থাকে বলেই জানা গিয়েছে। তবে এখনও অবধি এই বিষয়ে কোন শীলমোহর না পড়লেও, দলনেত্রীর সম্মতি মিললেই, কাজ শুরু হবে বলে খবর।
তবে সাধারণত এই পদের জন্য নির্বাচন করা হয় বিরোধী দলের মনোনীত বিধায়ককে। কিন্তু শাসকদল থেকেও বিধায়ককে এই পদে নির্বাচন করারও নজির রয়েছে এই দেশেই। একদিকে যেমন মুকুলকে নিয়ে এগিয়ে যাচ্ছে তৃণমূল, তেমনই অন্যদিকে জানা গিয়েছে, বুধাবারই স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রণয়নের দাবি করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের দাবি, ‘দেখা যাক, মুকুলকে নিয়ে বিজেপি কতদূর যেতে পারে’।
সেইকারণেই কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক পদ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মুকুলের ইস্তফা দেওয়ার পক্ষে নয় তৃণমূল। লড়াইয়ের ময়দানে দেখে নেওয়ার জন্য প্রস্তুত শাসক শিবির।