বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) মিটে গিয়েছে বেশ কিছুদিন! বেরিয়ে গিয়েছে ফলাফলও। বর্তমানে চলছে বোর্ড গঠন প্রক্রিয়া। তবেও তাতেও বদলায়নি অশান্তির চিত্র। ১৫ই আগস্টের দিনই রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া (Chopra)।
স্বাধীনতা দিবসের দিন শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় চোপড়া বিধানসভা এলাকার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি এলাকায় শাসকদলেরই দুই (TMC) গোষ্ঠী (Inner clash) সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সেই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে গুলি পর্যন্ত চলে। সবমিলিয়ে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন। আহতদের উদ্ধার করে গতকাল রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: কপাল খুলছে দেশবাসীর! স্বাধীনতা দিবসের দিনই টাকা দেওয়ার ঘোষণা মোদীর, কারা কত পাবেন?
গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুল হকের দিকে। আহতদের মধ্যেই কিছুজনের অভিযোগ, আবদুল হকের নেতৃত্বেই তাদের ওপর হামলা চালানো হয়।আবার অন্যদিকে আহত এক তৃণমূল কর্মীর দাবি, নির্দলেরা তাদের ওপর গুলি চালিয়েছে।
আরও পড়ুন: ধূপগুড়িতে BJP-র প্রার্থী পুলওয়ামায় শহিদের স্ত্রী! সেই তাপসীর জীবন সংগ্রাম চোখে জল আনবে
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হঠাৎ গুলিবাজির এই ঘটনায় আতঙ্কে কাঁটা এলাকাবাসী।