তিলোত্তমায় এগিয়ে তৃণমূল, অধীর চৌধুরীর গড় বহরমপুরে এগিয়ে বিজেপি- চলছে হাড্ডাহাড্ডি লড়াই

বাংলাহান্ট ডেস্কঃ আজ একুশের নির্বাচনের গণনা হচ্ছে রাজ্য জুড়ে। ২৯২ কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। কোন দল সরকার গড়বে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-তৃণমূলের মধ্যে। তবে এই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে সংযুক্ত মোর্চা।

প্রথম রাউন্ড গণনার শেষে জানা যাচ্ছে, কলকাতায় এগিয়ে তৃণমূল শিবির। টালিগঞ্জে ৯ হাজার ৮৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এবং পিছিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ভবানীপুরে ২২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

tmc bjp fb 4

৬,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা, সুব্রত মুখোপাধ্যায়, কসবার জাভেদ খানও।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় বহরমপুরে বিরাট ব্যবধানে এখনও অবধি এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ৫৪ শতাংশ ভোট। তবে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তবে এখানে লড়াইতে নেই তৃণমূল।

পাণ্ডবেশ্বরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে রাজারহাটে এগিয়ে রয়েছেন তাপস চট্টোপাধ্যায়। খড়গপুরে এগিয়ে অভিনেতা হিরণ চ্যাটার্জি। কিন্তু চন্ডিতলাতে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। অন্যদিকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

আজ হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। একুশের মহারণে কোন কোন হেভিওয়েট প্রার্থী এগিয়ে? মুকুল রায়, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া, শমিক ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, ফিরহাদ হাকিম, লাভলী মৈত্ররা এগিয়ে রয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর