বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে রাজ্যসভা ও লোকসভায়। বাকি শুধু আইন প্রনয়নের। যদিও রাষ্ট্রপতির সিলমোহর পড়েছে। কিন্তু ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে ইন্ডিয়াব ইউনিয়ন মুসলিম লিগের পর এবার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে যাবে তৃণমূল। এর আগেই তৃণমূলের তরফে রাজ্য সভা ও লোকসভায় এনআরসির বিরোধিতা করা হয়েছিল।
কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক শিবির। নাগরিকত্ব সংশোধনী আইনে শুধুমাত্র হিন্দুদের স্থান দেওয়া হয়েছে। মুসলিমদের কোনো জায়গাই দেওয়া হয়নি। আর তা নিয়েই যত গোলমাল ও বিরোধ। ইতিমধ্যেই সাংসদ মহুয়া মৈত্র মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রথম থেকে কেন্দ্রের নাগরিকত্ব বিলের বিপক্ষে আসা তৃণমূল এবার ক্ষুব্ধ।
তাই জরুরী বৈঠকের ডাক দিলেন মমতা।লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর এবার নবান্নে ২০ ডিসেম্বর তারিখে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। তাই জরুরী বৈঠক থেকে আবারও নতুন কোনও বার্তা আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার থেকে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে অসম ও ত্রিপুরা।
বুধবার রাত পৌনে নটা নাগাদ রাজ্য সভা অর্থাত্ সংসদের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেক জল্পনা, বিতর্ক ও বাদ বিবাদের সত্তেও এদিন বিজেপি সরকারের পক্ষে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। অর্থাত্ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু এই বিল নিয়ে কংগ্রেসের তরফেই আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছিল।