বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল জয় এনে দেওয়ার পিছনে যে মানুষটির হাত ছিল সবথেকে বেশি তিনি প্রশান্ত কিশোর। ২০১৯ লোকসভা নির্বাচনে বেশ কিছুটা ধাক্কা খাওয়ার পরেই প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে দলে আনে তৃণমূল কংগ্রেস। তার হাত ধরেই অসাধারণ জয়লাভ করেছে দল। শুধু তাই নয় বিজেপি ১০০ আসন পেরোলে ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন এ কথাও জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। বিজেপি ১০০ আসন বেরোতে পারেনি ঠিকই। তবে পিকে জানিয়েছেন আর কোন দলের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন না তিনি। আর এর পরেই নতুন এক জল্পনা উদ্ভব হয় সংবাদমাধ্যমে। শোনা যায় পিকেকে নাকি রাজ্যসভার সংসদ করতে চায় তৃণমূল।
পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তুলে ধরতে অনুঘটকের ভূমিকা নিতে হলে প্রশান্ত কিশোরকে দলে রাখা একান্ত কাম্য। অঙ্ক মিলে যাচ্ছিল খুব সহজেই। অনেকটা ২০১৫ সালের রিপিট টেলিকাস্ট। বিহার জিতলেন নিতিশ কুমার। সরাসরি দলে যোগ দিলেন প্রশান্ত কিশোর। অনেকেই ভেবেছিলেন সেই একই স্ট্রাটেজি হয়তোবা ফলপ্রসূ হতে চলেছে তৃণমূলের ক্ষেত্রেও। পরামর্শদাতার কাজ করবেন না একথা সর্বসমক্ষে জানালেও কি করবেন তা এখনও খোলাখুলি বলেননি প্রশান্ত কিশোর। তবে এও ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে রাজনীতিতে আসছেন তিনি। সে ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে কাজ করা তাঁর পক্ষে যে বেশ কিছুটা সহজ হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। বিহারে আবার মাটি তৈরি করা তার পক্ষে বেশ শক্ত। সেক্ষেত্রে তৈরি রয়েছে বাংলার মাটি। তাই রাজ্যসভার সাংসদ হিসেবে প্রশান্ত কিশোরকে চায় তৃণমূল এ কথা শোনার পরই অংক মেলাতে বসেছিলেন অনেকে।
কিন্তু তাদের এই জল্পনায় জল ঢালল আইপ্যাক। প্রশান্ত কিশোরের সংস্থার তরফে জানানো হয়েছে, সংবাদমাধ্যমে প্রশান্ত কিশোরের রাজ্যসভার সাংসদ হওয়া নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার কোনো সত্যতা নেই। যদিও আগামী দিনে তৃণমূলের হয়ে পিকে কাজ করবেন না একথাও জানায়নি আইপ্যাক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে অসত্য দাবি করলেও ‘তৃণমূলে প্রশান্ত কিশোর’ এই জল্পনাকে সম্পূর্ণ উড়িয়ে দেননি তারা। অন্যদিকে রাজভবনে মমতা বন্দোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। শুধু তাই নয় নির্বাচন চলাকালীন নিজেকে মমতার ক্ষুদ্র সহযোগী বলেও দাবি করেছিলেন প্রশান্ত কিশোর। আর সেই কারণেই আগামী লোকসভার ক্ষেত্রে অনেকখানি ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পিকে নিতে চলেছেন কিনা তো এখনো থেকে গেল জল্পনা স্তরেই। ২০১৪ সালে নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার পিছনে যথেষ্ট বড় অবদান রেখেছিলেন প্রশান্ত কিশোর। আর সেই কারণেই যখন বিরোধীদের প্রধান মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অবশ্যই চাইবেন প্রশান্তের মত একজন ভোটকে কুশলীকে পাশে পেতে।