বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির কারবারিদের মতে কেষ্ট লালমাটির জেলায় ফিরতেই কেষ্ট বনাম কাজলের ঠান্ডা লড়াই চরমে পৌঁছেছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও বীরভূম জেলা সভাধিপতির মধ্যেকার ‘দ্বন্দ্ব’ কারও অজানা নয়। এই কিছুদিন আগেই নাম নাম করে কেষ্টকে নিশানাও করেন কাজল। সবমিলিয়ে অনেকেই বলছে জেলা রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। এরই মধ্যে এবার কাজল শেখের (Tmc Kajal sheikh) নিরাপত্তা বাড়ল। কেষ্ট ফিরতেই Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল কাজলকে। এখানে বলে রাখা ভালো, অনুব্রতও এই একই ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন।
কিছুদিন আগেই কাজলের নিরাপত্তা বাড়িয়ে Y ক্যাটাগরি করা হয়েছিল। এবার আরও জোর। Y থেকে বাড়িয়ে তা Y+ ক্যাটাগরির। সূত্রের খবর, সোমবার রাত থেকে এই নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কোর কমিটির কাজল শেখের জন্য। নিরাপত্তা বাড়ায় এবার থেকে কাজলের কনভয়ের সামনে থাকবে পাইলট কার ও একটি এসকর্ট গাড়ি। পিছনেও থাকবে দুটি গাড়ি। পাশাপাশি নেতার কনভয়ে থাকবেজ চারজন সশস্ত্র দেহরক্ষী ও পুলিশকর্মী। আবার এসআই ও এএসআই পদমর্যাদার এক অফিসারও থাকবে সেখানে।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় জেলযাত্রার কারণে টানা প্রায় দু’বছর রাজনীতি থেকে দূরে থাকলেও জেলায় ফিরেই পুরোনো ফর্মে ফিরেছেন কেষ্ট। দলীয় অনুষ্ঠান থেকে বিজয়া সম্মেলনী, সবতেই জ্বলজ্বল করেছে কেষ্ট দা’র উপস্থিতি। তবে কেষ্ট ফেরার পর থেকেই ফের পাল্লা দিয়ে ফিরেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্রমেই স্পষ্ট হচ্ছে কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর ছবি।
কেষ্ট জেলে যাওয়ার পর জেলায় এক কোর কমিটি গড়ে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যার অন্যতম সদস্য এই কাজল শেখ। কেষ্ট পর কি ফের তিনিই একচ্ছত্র ক্ষমতার অধিপতি হবেন নাকি কোর কমিটির হাতেই থাকবে যাবতীয় ক্ষমতা এই নিয়ে প্রশ্ন উঠছিল। এদিকে সূত্রের খবর তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন বীরভূম জেলার সংগঠন কোর কমিটির হাতেই থাকুক। জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলেন।
আরও পড়ুন: বছর শেষ হতে চললেও মেলেনি গ্রান্ট! চরম অর্থকষ্টে চক-ডাস্টারও কিনতে পারছে না বাংলার বহু স্কুল
এদিকে মুখ্যমন্ত্রীও কেষ্টকে এই কোর কমিটিকে সঙ্গে নিয়েই জেলায় কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সম্প্রতি। এই আবহে কাজলকেও কেষ্টর (Anubrata Mondal) সমান নিরাপত্তা দিয়ে দলে এবং জেলায় দুই নেতার যে সমান গুরুত্ব তাই হয়তো বোঝানো হল বলে মনে করা হচ্ছে।