বাংলাহান্ট ডেস্কঃ বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানালেন তৃণমূলের (tmc) সভাপতি শেখ জামাল। এদিকে আবার রায়ান-১ অঞ্চল তৃণমূলের সভাপতি এই শেখ জামালের নামেই রয়েছে ভোট পরবর্তী হিংসার মামলায় জামিন অযোগ্য ধারায় মামলা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক দানা বেঁধেছে।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। যেখানে দেখা যায়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন তৃণমূলের সভাপতি শেখ জামাল। আর এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের শুরু হয়। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
তবে অনেকে দাবি করেছেন, এভাবে এক অভিযুক্তের হাত থেকে ফুল নেওয়া ঠিক হয়নি আইসির। তবে এই বিষয়ে আইসি সুখময় চক্রবর্তী জানিয়েছেন, এই থানায় সদ্য পোস্টিং হওয়ার কারণে, সবাইকে এখনও চেনেন না তিনি।
প্রসঙ্গত, বেলবাগানের বাসিন্দা সঞ্জয় দাসকে গত ২৮ শে মে সকালে বন্দুক দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছিল বর্ধমান থানার নাড়ি গ্রামের বাসিন্দা এই শেখ জামালের নামে। এমনকি বাড়ির মহিলাদেরকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন শেখ জামাল, এমনটাই অভিযোগ উঠেছে।
জানা যায়, পরবর্তীতে সঞ্জয়বাবুর দাদা তাঁকে উদ্ধার করেন এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার প্রতিবাদে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিধিন্ন ধারায় মামলা দায়ের করা হয় শেখ জামালের নামে। তবে জামালের গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।