বাংলাহান্ট ডেস্কঃ বিহার নির্বাচনে ২০ টি মধ্যে ৫ টি আসনে জয়লাভ করে বাংলাকে টার্গেট করেছে আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM। এবার সেই দলেই নাম লেখালেন শতাধিক তৃণমূল (All India Trinamool Congress) কর্মী। যদিও, এই বিষয়ে শাসক দলের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই বলে জানিয়েছেন তারা।
শুক্রবার মুর্শিবাদাবাদের লালাবাগে তৃণমূল যুব সভাপতি শামিম আলি সহ একশ জন অনুগামী সবুজ শিবিরের মায়া কাটিয়ে হাতে তুলে নিলেন মিমের পতাকা। লালবাগের এই যুব তৃণমূল সভাপতি শামিম আলিসহ একশ জন তৃণমূল সদস্য রীতিমত আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন আসাদউদ্দিন ওয়াইসির দলে।
এদিকে আবার এই শামিম আলি প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। বর্তমান সময়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে সরগরম রয়েছে বঙ্গরাজনীতি। এরই মধ্যে আবার তারই ঘনিষ্ঠরা তৃণমূল ছেড়ে AIMIM-এর পাল্লা ভারী করায় জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।
একুশের নির্বাচনকে পাখির চোখ করে একদিকে যেমন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম নিজেদের মত করে লড়াই চালিয়ে যাচ্ছে। তেমনই অন্যদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM বাংলায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে।
দল পরিবর্তন করে নতুন দলে যুক্ত হয়ে শামিম আলি জানিয়েছেন, ‘ওই দলটা আমার ঠিক ভালো লাগল না। দলের প্রতি আমার কোন আগ্রহ নেই। তাই আমি এই দল ছেড়ে আজ আমি এখানে যোগ দিয়েছি’।