বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার কাণ্ডে বর্তমানে তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত বছর দুর্গাপুজো, কালী পুজোর পর এই বছর হোলিটাও জেলের চার দেওয়ালের মধ্যেই কেটেছে তাঁর। গত কয়েক মাস ধরে কেষ্ট-হীন বোলপুর (Bolpur)। তবে অনুব্রত না থাকলেও, বোলপুর যে তাঁকে ভুলে যায়নি তার প্রমাণ মিলল হোলির দিন।
তৃণমূল (TMC) নেতা জেলবন্দি হলেও সোমবার তাঁর কাট আউটের পায়ে আবির ছুঁয়ে রং খেলেছেন অনুগামীরা। শহর জুড়ে কেষ্টর বড় বড় কাট আউট দেখে আবার অনেকের মনে প্রশ্ন, তাহলে কি ভোটের আগেই বোলপুরে ফিরছেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা? সব মিলিয়ে, দূরে থাকলেও অনুগামীদের হৃদয়ে কেষ্ট যে নিজের স্থান ধরে রেখেছেন তা বুঝে নিতে কোনও অসুবিধা হয় না।
উল্লেখ্য, গত কয়েক বছরে এই প্রথম অনুব্রতকে ছাড়া লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সাক্ষী থাকতে চলেছে বোলপুর। তাঁর অভাব কতখানি অনুভূত হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কেষ্টর অনুপস্থিতি কি তৃণমূলের ভোট ব্যাঙ্কেও প্রভাব ফেলবে? উঁকি দিয়েছে এই প্রশ্নও। এবার নির্বাচনের আবহে আচমকাই বোলপুরে দেখা গেল অনুব্রতর বড় বড় কাট আউট।
আরও পড়ুনঃ আরেকটি প্রার্থী ঘোষণা করল বিজেপি, এবার নাম সজল ঘোষের! কোন কেন্দ্রে?
প্রসঙ্গত, গরু পাচার মামলায় প্রথমে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। এরপর ইডিও তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তিহার জেলে দিন কাটছে তাঁর। অনুব্রতর গ্রেফতারির পরেও অবশ্য তৃণমূল তাঁর পাশেই থেকেছে। দল থেকে সরানো তো দূর, উল্টে একাধিকবার তাঁর হয়ে সুর চড়িয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রতর পাশাপাশি তাঁর কন্যাও জেলবন্দি। বাবার মতো তিনিও তিহারেই রয়েছেন। কার্যত ফাঁকা পড়ে আছে এই দাপুটে নেতার বাড়ি। তবে এখনও তাঁর বাড়ির বাইরে দু’জন পুলিশ কনস্টেবল মোতায়েন করে রেখেছে সরকার। সব মিলিয়ে, বোলপুরে না থাকলেও বোলপুর জুড়ে যে কেষ্টর ‘উপস্থিতি’ রয়েছে তা বুঝে নিতে কোনও অসুবিধা হয় না।