বাংলা হান্ট ডেস্কঃ গত বছর পুজোর ঠিক আগে আগে জেল থেকে ঘরে ফিরেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। টানা প্রায় দু’বছর রাজনীতি থেকে দূরে থাকলেও জেলায় ফিরেই নিজস্ব ট্র্যাকে কেষ্ট। এবার নয়া বছরে বড় উপহার ফেলেন তিনি। রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি (SRDA)-র চেয়ারম্যান পদে ফেরানো হল জেল ফেরত দৌর্দণ্ডপ্রতাপ অনুব্রতকে। নবান্ন থেকে গিয়েছে চিঠি।
অনুব্রত দু’বছর জেলে থাকলেও যেমন তার জেলা সভাপতির পদে কাউকে বসানো হয়নি, তেমনই এসআরডিএ-র চেয়ারম্যান পদেও অন্য কাউকে বসানো হয়নি। এবার ফের সেই পদে বহাল কেষ্ট। এদিকে সুখবর মিলবেই বুক উঁচু করে অনুব্রত বলেন, ‘আমার অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে আমার তো জানা নেই। আমিই ছিলাম, আমিই আছি।’
কেষ্ট জেল থেকে ফেরার পর দলীয় অনুষ্ঠান থেকে বিজয়া সম্মেলনী, সব মঞ্চেই তার উপস্থিতি নজর কেড়েছে। তবে সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবেন তা নিয়ে জটিলতা ছিল। তবে এবার রাজ্য সরকারের পদক্ষেপে সমস্ত বিতর্কে জল। প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই থেকে টানা ছিলেন গারদে।
প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে। সেখানেই সংশোধনাগারে বন্দি ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহাড় জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানে তাকে গ্রেফতার করে ইডিও। তারপর প্রায় দু’বছর তিহাড়েই ছিলেন তৃণমূলের কেষ্ট। তবে গত সেপ্টেম্বর মাসে জামিন পেয়ে ফেরেন বাংলায়। কেষ্ট বীরভূমে ফিরতে না ফিরতেই অবশ্য ফের প্রকট হয় গোষ্ঠীকোন্দলের ছবি।
আরও পড়ুন: চূড়ান্ত ফয়সালা! কবে, কখন SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি? এল সুপ্রিম আপডেট
জেলায় কেষ্টর প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক ঘটনায় কাজল শেখ ও তার মধ্যেকার দ্বন্দ্ব নিয়ে ফের চৰ্চা শুরু হয়। তবে শনিবার জেলা হস্তশিল্প মেলায় অনুব্রতর সাথে একই মঞ্চে দেখা গিয়েছে কাজল শেখকে। দুজনায় হাতে হাতে রেখে প্রদীপ প্রজ্জ্বলনও করেন। বিরল এই দৃশ্য দেখে ভিরমি খাচ্ছে ওয়াকিবহাল মহল।