দিলীপ ঘোষের প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আগামী বছর বিধানসভার নির্বাচন হতে চলেছে। প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে। একে অন্যের বিরুদ্ধে করছে দোষারোপ। আর একে অপরকে আক্রমণ করতে গিয়ে কখন যে শালীনতা হারিয়ে ফেলছে বোঝা বড় দায়। সেরকমই কিছু শোনা গেল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়।

কিছুদিন আগে কেতুগ্রামে একটি সভা করেছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই দিলীপ ঘোষের পাল্টা সভা করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল কেতুগ্রামের সভা থেকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দিলীপ ঘোষ আবারও যদি কেতুগ্রামে এসে উল্টোপাল্টা মন্তব্য করে, তাহলে ওনার প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেব।

অনুব্রত মণ্ডলকে ওনার এই মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ‘দিলীপ ঘোষ এখানে এসে উল্টোপাল্টা মন্তব্য করছে। আমরা আর এখানকার মানুষরা এসব বরদাস্ত করব না। এরকম উল্টোপাল্টা বললে এখানকার মানুষই ওনার প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে।”

দিলীপ ঘোষের কাছ থেকে এই নিয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি। অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্যের পর বিজেপির এক নেতা বলেন, ‘অনুব্রত বুঝতে পেরেছেন যে তৃণমূল দলটারই প্যান্ট ঢিলে হয়ে গিয়েছে, তাই এসব বলছেল। এছাড়াও ওনার মাথায় তো আবার অক্সিজেন একটু কম যায়, তাই আমরা ওনাকে বেশি গুরুত্ব দিই না।”

কেতুগ্রামের সভা থেকে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হন অনুব্রত। তিনি বলেন, ‘যতদিন একগাদা দফতরের মন্ত্রী ছিলেন তখন এসব কথা মুখ থেকে বের হয় নি। দিদির থেকে সবকিছু লুঠে নিয়ে গিয়ে এখন বড়বড় কথা বলছেন তিনি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর