বাড়ছে জল্পনা! অভিষেকের ডাকা বৈঠকে অনুপস্থিত ‘সাংসদ’ অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ইতিমধ্যেই ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। কিছুদিন আগে মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচন জোর ধাক্কা খাওয়ায় পর পঞ্চায়েত জয় করতে শাসকদলের তোড়জোড় তুঙ্গে। সোমবারই পঞ্চায়েত প্রস্তুতি নিয়ে দলীয় বৈঠক হয়েছে শহর কলকাতায়।

এদিন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডাকে জেলাভিত্তিক পঞ্চায়েত নিয়ে আলোচনা বৈঠক হয়। পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সকল নেতারা উপস্থিত থাকলেও চোখে দেখা গেল না দুঁদে নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh)। এই নিয়েই এবার জোর জল্পনা রাজনৈতিক মহলে।

   

তবে কী সাংসদ হওয়াতেই ডাক পাননি তিনি? এই প্রশ্নই যখন চারা দিচ্ছে তখন সাফ এই নিয়ে যুক্তিও দেওয়া হয়েছে শাসকদল তরফে। দল তরফে বলা হয়, সাংসদ হলেও সাংগঠনিক কোনো পদে নেই অর্জুনবাবু। তাই এই বৈঠকে ছিলেন না তিনি। তবে জানিয়ে রাখি, এদিন বৈঠকে আরেক সাংসদ সৌগত রায় অবশ্য উপস্থিত ছিলেন।

arjun singh

তবে কেন ব্যতিক্রম হল অর্জুনের বেলায়? অনেকের মতে ক্রমাগত কয়লা মাফিয়া রাজু ঝা নিয়ে মন্তব্য করে চলেছেন শাসকদলের নেতা অর্জুন সিং। এই নিয়েই দলের কাঁটা হচ্ছেন তিনি। বিজেপির (BJP) সদস্য রাজুর শ্যুটআউট ঘিরে জোর চৰ্চা বঙ্গ রাজনীতিতে। তবে তারই মধ্যে মৃতের সম্পর্কে বারংবার একের পর এক মন্তব্য করে চলেছেন অর্জুন সিং (Arjun Singh)।

মৃতকে ভাই বলেও সম্বোধন করেছেন তৃণমূল নেতা। কিছুদিন আগেই বলেছিলেন, “রাজু আমার ছোট ভাইয়ের মতো।” অনেকের মতে বিজেপি নেতার মৃত্যুতে তৃণমূল সাংসদের এসব মন্তব্যই ভালো চোখে নিচ্ছেনা শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে আরেক প্রশ্ন হারদিন উঠে আসছে যে তবে কী কোনো কারণে এবার অর্জুন সিং এর সাথে দলের দূরত্ব তৈরী হচ্ছে? এই প্রশ্নের উত্তর মিলবে সময় এলেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর